করোনার থাবায় প্রাণ গেল দীর্ঘদিনের সঙ্গী মাণিক মজুমদারের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী
রাজনৈতিক মহলে ফের করোনার (Coronavirus) থাবা। আর তার জেরে প্রাণ গেল মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসের দায়িত্বে থাকা দীর্ঘদিনের সঙ্গী মাণিক মজুমদার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে শোকজ্ঞাপন করেছেন তিনি।
বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন মাণিক মজুমদার (Manik Majumdar)। হাসপাতাল সূত্রে খবর, সাত-আটদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কোভিড টেস্ট করিয়ে জানা যায় মারণ ভাইরাস তাঁর শরীরে বাসা বেঁধেছে। কোনও ঝুঁকি না নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, সেরিব্রাল ম্যালেরিয়া-সহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন মাণিকবাবু। তাই সপ্তাহখানেকের জীবনযুদ্ধের পরেও শেষরক্ষা হয়নি। শনিবার সকালে হাসপাতালেই প্রাণহানি হয় তাঁর। সমস্ত কোভিড সতর্কতা মেনেই হবে শেষকৃত্য।
মাণিক মজুমদারের মৃত্যুর জেরে শনিবার তৃণমূলের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। এদিন বেলা ১২টা নাগাদ জেলাস্তরে বৈঠক ছিল, তাও বাতিল করা হয়েছে। এছাড়াও প্রতিটি দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।