রাজ্য বিভাগে ফিরে যান

লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপির ভোটে ধস নেমেছে: তৃণমূল

January 7, 2021 | 2 min read

আজ সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে বাংলা জয়ের দুঃস্বপ্ন দেখতে কার্যত বারণ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

তিনি বলেন, কেন্দ্রের শাসকদল বিজেপি (BJP)এমন ভাব করে তারা যেন সব করে ফেলেছে। কিন্তু, তথ্য সেকথা বলে না। তারা ক্রমশ নিজেদের পায়ের নীচের মাটি হারাচ্ছে। বিজেপি ৬৬ শতাংশ আসন হারিয়েছে। 

এর ব্যাখ্যায় তিনি বলেন, মোট ১২টি রাজ্যে বিজেপি এককভাবে সরকারে আছে। ৪টি রাজ্যে জোটে আছে। এই রাজ্যগুলিতে ৭৮ শতাংশ আসনে বিজেপি হেরেছে। বাকি রাজ্যে ৮৫ শতাংশ আসনে হেরেছে। ৯টি রাজ্যে তাদের আসন ১০-এর কম। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু এবং ১৭৫ আসন বিশিষ্ট অন্ধ্রপ্রদেশে তাদের কোনও বিধায়ক নেই।

ওনার দাবি, লোকসভা নির্বাচনের পর হওয়া বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপির ভোট ব্যাপক হারে কমেছে। মহারাষ্ট্রে ২০১৯ সালের লোকসভায় বিজেপির ভোট শতাংশ ছিল ৫১ যা ২০২০ সালের বিধানসভায় কমে হয়েছে ৪২। হরিয়ানায় ২০১৯ সালের লোকসভায় বিজেপির ভোট শতাংশ ছিল ৫৮ যা ২০২০ সালের বিধানসভায় কমে হয়েছে ৩৬। ঝাড়খন্ডে ২০১৯ সালের লোকসভায় বিজেপির ভোট শতাংশ ছিল ৫০ যা ২০২০ সালের বিধানসভায় কমে হয়েছে ৩৩। দিল্লীতে ২০১৯ সালের লোকসভায় বিজেপির ভোট শতাংশ ছিল ৫৭ যা ২০২০ সালের বিধানসভায় কমে হয়েছে ৪০। বিহারে ২০১৯ সালের লোকসভায় বিজেপির ভোট শতাংশ ছিল ৫০ যা ২০২০ সালের বিধানসভায় কমে হয়েছে ৩৮।

তুলনামূলক তথ্য দিয়ে তিনি বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৩৯.৭% যা ২০১৯ সালে বেড়ে হয়েছে ৪৩.৩%। ১৮-র গরম যারা দেখাচ্ছে, তারা জেনে রাখুন লোকসভার ফল বিধানসভায় হবে না, ওটা দুঃস্বপ্নে পরিণত হবে। 

পাশাপাশি, তিনি আজকের দিনে নন্দীগ্রাম ও নেতাইয়ে নিহত সকল শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি বলেন, এই শহিদদের মানুষ কখনো ভুলবে না। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে মানুষ এই গণহত্যার জবাব দিয়েছিল তৎকালীন সরকারকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #BJP Bengal

আরো দেখুন