উত্তরবঙ্গে প্রায় সাফ করোনা, দক্ষিণে ভাবাচ্ছে কলকাতা ও লাগোয়া জেলাগুলি
তাপমাত্রার সঙ্গেই রাজ্যে ফের কিছুটা বাড়ল করোনার (Covid-19) দৈনিক সংক্রমণের সংখ্যা। রবিবার রাজ্যে (West Bengal) ৮২৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। সুস্থ হয়েছেন ৯৫৭ জন। অ্যাক্টিভ কেস নেমেছে ৮ হাজারের নীচে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৮২ শতাংশ।
এদিনও সংক্রমণের কেন্দ্রবিন্দু ছিল কলকতা ও উত্তর ২৪ পরগনা। দুই জায়গায় সংক্রমণের সংখ্যা ছিল যথাক্রমে ২৩৬ ও ২২৬। এদিন নতুন সংক্রমণের ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৬০,৭০৯। মোট সুস্থতার সংখ্যা ৫,৪২,৮৮৭। এদিন রাজ্যে করোনা সংক্রমিত হয়েছ মৃত্যু হয়েছে ১৯ জনের। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৯,৯৪১ জন।
এদিন উত্তরবঙ্গে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি বাদে বাকি জেলাগুলিতে নতুন সংক্রমণ ৯ পার করেনি। ফলে উত্তরবঙ্গ থেকে মোটের ওপর সাফ করোনা।
ভরা শীতেও সংক্রমণ ক্রমশ কমায় অনেকটাই আশ্বস্ত চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরা। তাই বলে ঢিলে দিতে নারাজ তাঁরা। তবে করোনার প্রকোপ কমতেই মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার ছেড়েছেন অনেকে। যার ফলে গিয়েও যাচ্ছে না করোনা।