উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আলিপুরদুয়ারে শুরু ডুয়ার্স ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল

January 13, 2021 | 2 min read

করোনা ভাইরাসের (Coronavirus) দাপটে বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়েছে পর্যটন ব্যবসা। ডুয়ার্সও তার ব্যতিক্রম নয়। নিউ নর্মাল পর্বে ডুয়ার্সে পর্যটন ব্যবসাকে ঘুরে দাঁড় করাতে ও পর্যটকদের আকৃষ্ট করার জন্য মঙ্গলবার থেকে আলিপুরদুয়ারে শুরু হয়েছে ডুয়ার্স ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল (Dooars Tourism and Cultural Carnival 2021) । শুধু পর্যটন ব্যবসাকে চাঙ্গা করা বা পর্যটকদের আকর্ষণের জন্যই নয়, জেলার ৫৬টি জনগোষ্ঠীর সাংস্কৃতিক মেলবন্ধনও এই কার্নিভালের আর একটি উদ্দেশ্য। কার্নিভালে যোগ দিয়েছেন দেশ, বিদেশের পর্যটকরাও। শহরের কোলাহল থেকে ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে এসে কার্নিভালে বিভিন্ন জনজাতি গোষ্ঠীগুলির লোকায়ত সংস্কৃতির বাড়তি স্বাদ পেয়ে পর্যটকরাও ভীষণ খুশি। এদিন রাজাভাতখাওয়ায় অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম সহ বেশ কয়েকটি বেসরকারি পর্যটন সংস্থার যৌথ উদ্যোগে এই কার্নিভাল শুরু হয়। টানা ১৫ দিন ধরে এই কার্নিভাল চলবে। রাজাভাতখাওয়ার পর জেলার এই কার্নিভাল হবে জেলার অন্য পর্যটন কেন্দ্র পোড়ো, রাঙামাটি, রায়মাটাং, আঠাশ বস্তি, সান্তলাবাড়ি, বক্সা ফোর্ট, জয়ন্তী ও গাঙ্গুটিয়া চা বাগানে। ২৬ তারিখ কার্নিভাল শেষ হবে জলদাপাড়া জাতীয় উদ্যানে। এদিন রাজাভাতখাওয়ায় কার্নিভালের সূচনা পর্বে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি মৃদুল গোস্বামী, তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য পাশাং লামা, কালচিনি থানার ওসি অনির্বাণ মজুমদার সহ অন্যান্য ব্যক্তি।

অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, করোনার জন্য মুখ থুবড়ে পড়েছে আমাদের পর্যটন ব্যবসা। তবে নিউ নর্মাল পর্বে ধীরে হলেও পর্যটকরা জঙ্গলে বেড়াতে আসছেন। পর্যটকদের ডুয়ার্স সম্পর্কে আরও ভালোভাবে জানাতে, ডুয়ার্সের জনগোষ্ঠীগুলির সাংস্কৃতিক মেলাবন্ধন ছড়িয়ে দিতেই এই কার্নিভাল করা হচ্ছে। কার্নিভালের প্রথম দিনেই জঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের ভিড় হয়। জঙ্গলে বেড়াতে এসে এভাবে কার্নিভালের বাড়তি আনন্দে মজেছেন পর্যটকরাও। তাঁরা স্থানীয় জনগোষ্ঠীগুলির লোকায়ত দেহাতি সঙ্গীত, বাদ্য ও নৃত্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। হাওড়ায় বাসিন্দা তিনবন্ধু প্রলয় চট্টোপাধ্যায়, স্বর্ণাভ চক্রবর্তী ও শুভজিৎ ভট্টাচার্য মঙ্গলবারই রাজাভাতখাওয়ায় বেড়াতে আসেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা রাজাভাতখাওয়াতেই থাকবেন। প্রলয়বাবু বললেন, এভাবে জঙ্গলে বেড়াতে ও ছবি তুলতে এসে যে বাড়তি আনন্দ মিলবে তা জানা ছিল না। খুবই ভালো উদ্যোগ এটা। এই ধরনের কার্নিভালে ডুয়ার্সের জঙ্গল সম্পর্কে পর্যটকদের আগ্রহ বাড়বে। পর্যটন সংস্থাগুলির এই কার্নিভালে জেলার ৫৬টি জনগোষ্ঠীর শিল্পীরা যোগ দিয়েছেন। ২৬ জানুয়ারি জলদাপাড়ায় কার্নিভালের শেষ দিনের উৎসবকে আরও জমকালো করার উদ্যোগ নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dooars Tourism and Cultural Carnival 2021, #alipurduar

আরো দেখুন