কলকাতা বিভাগে ফিরে যান

বিধ্বংসী আগুন শহরে, ভস্মীভূত বাগবাজার বস্তি

January 13, 2021 | < 1 min read

ফের শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। বাগবাজার ব্রিজের (Bagbazar Bridge) কাছে বস্তিতে আগুন লেগেছে। উত্তুরে হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ইতিমধ্যেই বস্তির সম্পূর্ণ অংশ পুড়ে গিয়েছে বলে দমকল সূত্রে খবর। এই বস্তির পাশেই রয়েছে মায়ের বাড়ির অফিস ঘর। সেখানেও আগুন (Fire) ছড়িয়ে পড়ে। পুড়ে গিয়েছে অফিসের আসবাবপত্র। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

ঘটনাস্থলে রয়েছে দমকলের ২৫টি ইঞ্জিন। তবে, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম অবস্থা দমকল কর্মীদের। যদিও দমকল জানাচ্ছে, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

ঘটনাস্থলে রয়েছে শ্যামপুকুর থানার পুলিশ। আগুনের জেরে ওই রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গিরিশপার্ক থেকে উত্তরমুখী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাস্তায় রয়েছে ব়্যাফ।

আগুনের জেরে বস্তি থেকে প্রতিনিয়ত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেরও শব্দ শোনা যাচ্ছে।

ঘটনার পর পুলিশ এলে স্থানীয়রা তাদের ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, খবর দেওয়ার বেশ কিছুটা পরে দমকল বাগবাজার বস্তিতে পৌঁছেছে। ফলে আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে।

দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘আমি গঙ্গাসাগরে রয়েছি। কিন্তু খবর পেয়েই দফতরের ডিজির সঙ্গে কথা হয়েছে। ডিজি সেখানে যাচ্ছেন। দমকল কর্মীরা আগুন দ্রুত নেভাতে সবধরণের চেষ্টা করছে।’

কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন