রাজ্য বিভাগে ফিরে যান

গ্রেপ্তারির পর কেডি-র প্রথম প্রশ্ন, ‘কী বলছেন মুকুলদা?’

January 14, 2021 | < 1 min read

‘মুকুলদা’ কী বললেন? ‘কৈলাসজি’-র বক্তব্য কী? প্রশ্নকর্তা আর কেউ নন, সদ্য গ্রেফতার হওয়া কঁওয়র দীপ (কে ডি) সিংহ!

মঙ্গলবার রাত থেকেই নাকি জিজ্ঞাসাবাদ চলছিল। বুধবার সাতসকালে গ্রেফতার হয়েছেন। বেলা দু’টো নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসারেরা কে ডি-কে নিয়ে এলেন রাউজ় অ্যাভিনিউয়ের বিশেষ আদালতে। কিন্তু তখনও রিমলেস চশমার পিছনে চোখে ক্লান্তির বিশেষ লেশ নেই। বরং বাদামি কোট গায়ে চাপিয়ে অন্য দিনের মতোই নিখুঁত সাজপোশাক। কিছু ক্ষণ পরে তাঁকে আদালতে তোলা হবে। কত দিন ইডি-র হেফাজতে থাকতে হবে, তখনও তা স্পষ্ট নয়। অথচ কে ডি দেখাতে চাইলেন, এ সব নিয়ে চিন্তিতই নন তিনি। উল্টে তৃণমূলের (Trinamool) প্রাক্তন সাংসদ সাংবাদিকদের কাছে জানতে চাইলেন, তাঁর গ্রেফতার হওয়া নিয়ে কী বলছেন বিজেপি নেতারা!

উল্লেখ্য, ২০১০ সালের জুলাইয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার টিকিটে প্রথম বার রাজ্যসভার সাংসদ হন কে ডি। এর পরে ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত তিনি তৃণমূলের রাজ্যসভা সাংসদ। তৃণমূলের অন্দরে শোনা যায়, ওই দলের সঙ্গে কে ডি-র যোগাযোগ মুকুল রায়ের (Mukul Roy) মাধ্যমেই। সেই সময় তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। দলের প্রদত্ত ক্ষমতা ‘অপব্যবহার’ করেই কে ডি-কে (KD Singh) তৃণমূলে আনেন তিনি। সেই যুক্তিতে এমনকি এ দিন মুকুলকে গ্রেফতারের দাবি পর্যন্ত তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে যাওয়ার পরে আচমকা কে ডি গ্রেফতার হওয়ায় অনেকের প্রশ্ন, এর পিছনে কি রাজনৈতিক খেলা রয়েছে? নাকি রাজনৈতিক ষড়যন্ত্র?

TwitterFacebookWhatsAppEmailShare

#KD Singh, #mukul roy

আরো দেখুন