রাজ্য বিভাগে ফিরে যান

চাপে পড়ে দলবদলে রাশ টানছে বিজেপি

January 17, 2021 | < 1 min read

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) আগে বলেছিলেন, তৃণমূল-সহ অন্য দল থেকে যাঁরা দলে যোগ দিতে ইচ্ছুক, তাঁদের সকলের জন্যই দরজা খোলা আছে। শনিবার তিনি বলেন, ‘‘দরজা খুলে রেখেছি। তবে এ বার আস্তে আস্তে দরজা ছোট করছি। আস্তে আস্তে দরজা বন্ধও করে দেব।’

বিজেপি নেতাদের এই ঘোষণা শুনে তৃণমূল (Trinamool) নেতা তথা রাজ্যের মন্ত্রী তাপস রায়ের (Tapas Roy) কটাক্ষ, ‘‘আসলে ওঁরা বুঝেছেন, তৃণমূল ভাঙানো সহজ নয়। আর তৃণমূল থেকে নেতা নিয়ে নিজেদের দলের নেতাদের মাথায় বসালে বিদ্রোহ অবশ্যম্ভাবী। তাই ওঁরা রণে ভঙ্গ দিয়েছেন।’’

শুক্রবার দিল্লিতে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা (JP Nadda)এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক হয়েছে দিলীপবাবু, কৈলাস, রাজ্য দলের কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন (Arvind Menon), আর এক কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ (Shivprakash), দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy) প্রমুখের। সেখানে অন্য দল থেকে নেতাদের বিজেপিতে যোগদান করার প্রসঙ্গও ওঠে।

তৃণমূল-থেকে নেতা ভাঙিয়ে আনায় দলীয় কর্মী এবং জনমানসে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। বিজেপির একাংশের মতে, তৃণমূলের যাঁদের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ আছে, তাঁদেরই দলে আনলে মানুষ বিজেপির উপরেও বিরক্ত হবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#dilip ghosh, #mukul roy, #bjp

আরো দেখুন