রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে কবে খুলবে স্কুল-কলেজ, সিদ্ধান্ত এখনই নয়

January 17, 2021 | < 1 min read

কোভিড-১৯ মহামারির জেরে দেশের সঙ্গে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। সেগুলি খোলার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষা দফতর। রবিবার তৃণমূল ভবনে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এ দিন তিনি বলেন,  ‘‘সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্যানিটাইজেশনের কাজ চলছে। স্কুল বন্ধ থাকলেও, আমরা পঠনপাঠন বন্ধ করিনি। অনলাইন ক্লাস, ফোন, টিভি মারফত পঠনপাঠন চলছে। পরীক্ষাও হচ্ছে। তার পর সব দিক বিবেচনা করে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে।’’ পার্থর কথায়, ‘‘স্কুল কলেজ খুললেই হবে না। ছাত্রছাত্রীরা যাতে আক্রান্ত না হয়, সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইতিমধ্যেই অনেক রাজ্যে স্কুল খোলা হয়েছিল। কিন্তু সংক্রমণ ছড়ানোয় ফের তা বন্ধ করে দিতে হয়েছে।’’  

শিক্ষাঙ্গনগুলি খোলার ক্ষেত্রে সংক্রমণই যে এখন শিক্ষা দফতরের বড় মাথাব্যথ্যা তা বুঝিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘‘শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের দিকটাও আমাদের দেখতে হবে। কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পঠনপাঠন চালাতে হবে। তাই আমরা প্রযুক্তির দিকে বিশেষ নজর দিয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অলচিকি ভাষায় স্কুল চালু করার কথা ঘোষণা করেছিলেন। সেই স্কুলের জন্য অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগের কাজ আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে।’’

পাশাপাশি শিক্ষামন্ত্রী আরও জানান, টেটের যে সমস্ত পরীক্ষা এখনও বাকি রয়ে গিয়েছে, তাও এ মাসের ৩১ তারিখের মধ্যে হয়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#‬ ‪‎West Bengal, #School Reopen, #Partha Chattejee

আরো দেখুন