দেশ বিভাগে ফিরে যান

মমতার দুয়ারে সরকারের ধাঁচে অন্ধ্র প্রদেশে দুয়ারে চাল প্রকল্প শুরু

January 21, 2021 | < 1 min read

ছবি : সংগৃহীত

এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথে হাঁটলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jagan Mohan Reddy)। মমতার চালু করা প্রকল্প দুয়ারে সরকারের(Duare Sarkar) ধাঁচে সে রাজ্যে দুয়ারে চাল(Duare Chal) প্রকল্প শুরু করলেন তিনি। যাদের রেশন কার্ড আছে, তাঁরাই এই প্রকল্পের আওতাভুক্ত হবে বলে খবর। এই দুয়ারে চাল প্রকল্পের সঙ্গে আড়াই হাজার মোবাইল ডিসপেন্সিং ইউনিটের সূচনা বিজয়ওয়াড়া(Vijayawada) থেকে করেন তিনি।
এই প্রকল্পের অংশ হতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গিয়েছে প্রবীণ ও বিশেষভাবে অক্ষম নাগরিকদের। তাঁদের ধৈর্যকে এদিন কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী রেড্ডি। তিনি বলেন, ‘আমার সরকার সবার ঘরে ঘরে ভাল চাল পৌছনোর উদ্যোগ নিয়েছে। রেশন কার্ড আছে, এমন সবাই এই প্রকল্পের আওতাভুক্ত। মোবাইল যানের মাধ্যমে এই চাল আপনাদের ঘরে ঘরে পৌঁছবে। সরকারের কোষাগারে ৮৩০ কোটি টাকার ব্যয় হবে।’
এদিন তিনি পূর্বতন চন্দ্রবাবু সরকারের প্রসঙ্গ টেনে বলেন, ‘আগের সরকারের আমলে রেশনের গুণগত মান খারাপ ছিল। তাই অধিকাংশ মানুষ সেগুলো প্রত্যাখ্যান করেছিলেন।’ সেই সমস্যা দূর করতে কার্ড আছে এমন নাগরিকদের গুণগত মান ভালো, এমন রেশন তুলে দেওয়া হবে। এদিন জানান মুখ্যমন্ত্রী জগন রেড্ডি। তিনি আরও বলেছেন, ‘গণবণ্টন দফতর খাদ্যশস্য সংরক্ষণে ব্যাপক বদল এনেছে।এর ফলে কোনওরকম কাঁকর ছাড়া চাল কার্ড হোল্ডাররা পাবেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagan Reddy, #MamataBanerjee

আরো দেখুন