রাজ্য বিভাগে ফিরে যান

ডোমজুড়ে কমপক্ষে ১০ হাজার ভোটে জিতবে দল – তৃণমূল

January 22, 2021 | < 1 min read

‘ডোমজুড়ে কমপক্ষে ১০ হাজার ভোটে জিতবে তৃণমূল।’ রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়ার পরেই একথা বললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, ভোটের সময় আসলেই মনে হয়, কাজ করতে পারছেন না। কুণালের কথায়, ‘যতদিন ক্ষমতা, ততদিন মুখ বন্ধ। ভোট এসে গেলেই এসব মনে হয়।’

দীর্ঘদিন ধরে ‘বেসুরো’ রাজীবের পদত্যাগের ঘটনায় বেশি পাত্তা দিতে নারাজ তৃণমূল (Trinamool)। তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, রাজীবের বিধানসভা এলাকায় প্রার্থী দেবে ঘাসফুল শিবির। সেখানে কোন দল জয়ী হয়, তা দেখার জন্য ধৈর্য রাখার পরামর্শ দিলেন সৌগত।

সৌগত (Saugata Roy) জানান, রাজীবের পদত্যাগ সেরকম কোনও বড় ধাক্কা নয়। দীর্ঘদিন ধরেই ‘বেসুরো’ ছিলেন রাজীব। সৌগত জানান, দলের শৃঙ্খলাভঙ্গ করেছেন রাজীব। তৃণমূল ধৈর্য ধরেছিল। ডোমজুড়ে প্রার্থী দেবে তৃণমূল। সেখানে কোন দলের প্রার্থী জয়ী হন, তা দেখাই যাবে।

অন্যদিকে, এই ঘটনায় হাওড়ার সংগঠনেও কোনও আঁচ পড়বে না বলেই মনে করছেন মন্ত্রী অরূপ রায়। তাঁর কথায়, ‘হাওড়ায় ১৬-০-তে জিতব।’ তিনি বলেন, ‘৯৮ সালে হাওড়ায় দলটা তৈরি করেছি। তারপর থেকে জয়যাত্রা চলছে, চলবে। কে গেল কে এল তাতে কিচ্ছু যায় আসেনা।’ তাঁর কথায়, ‘কর্মীরা তৃণমূলের সঙ্গে আছেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Kunal Ghosh

আরো দেখুন