বিজেপি প্রভাবিত সরকারি কর্মী সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে
রাজ্য সরকারি কর্মীদের বিজেপি প্রভাবিত সংগঠনের মধ্যে গোষ্ঠী লড়াই অব্যাহত। রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব এই দ্বন্দ্ব দূর করতে চাইলেও ব্যর্থ হয়েছেন। গোষ্ঠী লড়াইয়ের জেরে সরকারি কর্মচারী পরিষদের দুই গোষ্ঠী পৃথকভাবে সম্মেলনের আয়োজন করছে। একটি গোষ্ঠীর উদ্যোগে রবিবার আলিপুরদুয়ারে উত্তরবঙ্গ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অন্য গোষ্ঠী আগামী ২৯ জানুয়ারি কলকাতায় রাজ্য কনভেনশন ও কলকাতা জেলা সম্মেলনের ডাক দিয়েছে। আলিপুরদুয়ারের সম্মেলনে উত্তরবঙ্গের বিজেপি নেতারা ছিলেন।
কলকাতার কনভেনশনে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সহ অন্যান্য নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্ব সরকারি কর্মী সংগঠনের দু’টি গোষ্ঠীকে একসঙ্গে কাজ করার জন্য আলোচনা শুরু করলেও তাতে এখনও কোনও সাড়া মেলেনি। বিজেপি নেতৃত্বের নির্দেশে একটি গোষ্ঠী উত্তরবঙ্গে তাদের সম্মেলনে অন্য গোষ্ঠীর আহ্বায়ককে আমন্ত্রণ করলেও তিনি সেখানে যাননি। এই পরিস্থিতিতে অন্য গোষ্ঠীটি ফেব্রুয়ারির শেষাশেষি তাদের সম্মেলন অনুষ্ঠিত করতে চাইছে। একইসঙ্গে বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন এনএফআইটিইউ অনুমোদিত সরকারি কর্মচারী পরিষদের আরও একটি গোষ্ঠী কাজ চালিয়ে যাচ্ছে।
বিজেপি প্রভাবিত সংগঠনের মধ্যে যখন গোষ্ঠী লড়াই চলছে, তখন তৃণমূল প্রভাবিত সরকারি কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রায় সব জেলাতে জেলা কমিটি তৈরি করে ফেলেছে। সচিবালয় কমিটি তৈরি হয়ে গিয়েছে। দপ্তর ভিত্তিক কমিটি তৈরি হয়েছে। তবে তৃণমূল প্রভাবিত সংগঠনের কাজ নিয়ে ফেডারেশনের কয়েকজন প্রবীণ নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে তাঁরা আপাতত কোনও বিকল্প কর্মসূচি নেননি।