দেশ বিভাগে ফিরে যান

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে দিল্লীর রাজপথে কুচকাওয়াজ বাংলাদেশের সেনার

January 26, 2021 | < 1 min read

এবার মুক্তিযুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদের সম্মান জানিয়ে দিল্লীর রাজপথে কুচকাওয়াজ করল বাংলাদেশের (Bangladesh)  সেনাবাহিনী।

এ বছর দিল্লীতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১২২ জন জওয়ান৷ এই প্রথমবার বাংলাদেশ ভারতের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেন তাঁরা৷ এর জন্য তারা গর্বিত বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মোহতাশিম হায়দার চৌধুরী৷ তিনি এই প্যারেডে বাংলাদেশের বাহিনীকে নেতৃত্ব দেন৷ কর্নেল চৌধুরীর কথায়, এর মাধ্যমে তাঁরা ভারতের সেই সমস্ত সেনা আধিকারিক-জওয়ানকে সম্মান জানাতে চান, যাঁরা তাঁদের (বাংলাদেশ) স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছিলেন৷

প্রসঙ্গত, এ বছর ভারতের ৭২তম সাধারণতন্ত্র দিবস৷ আবার বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হতে চলেছে৷ পাশাপাশি ২০২০-২১ সালে বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করছে পড়শি দেশ৷ তাই এই বছর সুযোগ পাওয়াকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করছেন কর্নেল চৌধুরী৷ উল্লেখ্য, ভারতের সাধারণতন্ত্র দিবসে এই নিয়ে তৃতীয়বার অন্য কোনও দেশের সেনা অংশগ্রহণ করল৷ এর আগে ২০১৬ সালে ফ্রান্স অংশ নিয়েছিল৷ আর ২০১৭ সালে অংশ গ্রহণ করেছিল সংযুক্ত আরব আমিরশাহী৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Republic Day, #delhi, #Bangladesh

আরো দেখুন