প্রযুক্তি বিভাগে ফিরে যান

ভুয়ো খবর চিহ্নিত করতে টুইটারের নতুন অস্ত্র ‘বার্ডওয়াচ’

January 28, 2021 | < 1 min read

ছবি সৌজন্যেঃ Twitter

ভুল তথ্য(Fake news) পরিবেশন আটকাতে এবার আরও সজাগ ট্যুইটার(Twitter) কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে কোনও ভুয়ো তথ্য না ছড়ায়, তার জন্য ব্যবহারকারীদের সাহায্য নেবেন তারা। কর্তৃপক্ষ চায় না তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে কোনও ভুয়ো তথ্য পরিবেশন হয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হোক।

সেই লক্ষ্যেই টুইটার একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে, যার নাম ‘বার্ডওয়াচ'(Bird Watch)। এর মাধ্যমে টুইটার ব্যবহারকারীরা ভুয়ো খবর চোখে পড়লেই ‘নোট'(Note) করে সেটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতে পারবেন। এই প্রোডাক্ট আমেরিকাতে ইতিমধ্যেই পরীক্ষিত। এর মাধ্যমে ব্যবহারকারীদের চিহ্নিত করা ভুয়ো খবরগুলি এটি পৃথক একটি ওয়েবসাইটে রাখা হবে। ব্যবহারকারীরা সেখানে ভোট দিতে পারবেন কোন নোটটি সবথেকে বেশি উপযোগী। এরপর ট্যুইটার কর্তৃপক্ষ সেই নোট ট্যুইটারে সরাসরি পোস্ট করবে যাতে তা সকলে দেখতে পায়।

ফেসবুকের মত ট্যুইটারও ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে অভিযুক্ত। ট্যুইটারের সেই অর্থে তথ্য যাচাই করার জন্য আলাদা কোনও শাখা নেই। এর ফলে অনেক প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন ভুয়ো তথ্য পরিবেশন করে থাকেন।

কর্তৃপক্ষ আশা করছেন, ‘বার্ডওয়াচ’ এর সাহায্যে টুইটারে ভুয়ো খবর শনাক্ত করা অনেকাংশেই সহজ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#twitter

আরো দেখুন