রাজ্য বিভাগে ফিরে যান

মমতার বাজেটে নতুন ১০টি ঘোষণা এক নজরে

February 5, 2021 | < 1 min read

বিধানসভায় পেশ রাজ্য বাজেট। অর্থমন্ত্রী অমিত মিত্র শারীরিক অসুস্থতার কারণে এ বার বাজেটে পেশ করতে পারছেন না। সেই মতো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের অনুমতি নিয়ে বাজেট বক্তৃতা পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বাজেটে কী কী নতুন ঘোষণা করলেন মমতা? দেখে নিন

কৃষকবন্ধু প্রকল্পে একর পিছু অনুদান আগামি খারিফ মরসুমের জন্য় ৫০০০ থেকে বাড়িয়ে ৬০০০ টাকা করার প্রস্তাব।

মাতৃবন্দনা নামে নতুন প্রকল্পের সূচনা। আগামী অর্থবর্ষে ৮৫০ কোটি টাকা ব্য়য়বরাদ্দের প্রস্তাব।

নেতাজি রাজ্য যোজনা কমিশন ঘোষণা। এর জন্য ৫ কোটি ব্যয়বরাদ্দের ঘোষণা করছি।

বিনামূল্যে ২০২১ সালের জুন পর্যন্ত খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। এই প্রকল্প তার পরেও চালু থাকবে।

রান্না করা খাবার পরিবেশনের নতুন প্রকল্প ‘মা’ চালু করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা ব্যয়বরাদ্দ করা হচ্ছে।

স্বাস্থ্য সাথী প্রকল্প সারা বছর চলবে। প্রতি তিন বছর অন্তর কার্ড রিনিউ করা যাবে।

‘যুবশক্তি’ নামে নতুন প্রকল্পে যুবকদের ইন্টার্ন হিসেবে নেওয়া হবে। ইন্টার্নশিপ শেষ হলে সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে।

দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রত্যেক বছর বিনামূল্যে ট্যাব প্রদান করা হবে ‘তরুণদের স্বপ্ন’ প্রকল্পে।

কোভিড অতিমারির কারণে বিধ্বস্ত পর্যটন শিল্পের বিকাশে বিশেষ ঋণ প্রকল্প। ওয়েস্ট বেঙ্গল ইনসেনটিভ সস্কিম ঘোষণা।

পার্শ্বশিক্ষকদের ৩ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #MamataBanerjee, #bengal budget 2021

আরো দেখুন