রাজ্য বিভাগে ফিরে যান

কুড়মিরা আদিবাসী, চিঠি দিয়ে কেন্দ্রকে জানাল রাজ্য

February 5, 2021 | < 1 min read

দেশ স্বাধীন হওয়ার আগে কুড়মিরা (kurmi) আদিবাসী ছিলেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হল কেন্দ্রকে। কুড়মিদের এসটি তালিভুক্তির দাবিকে মান্যতা দিয়ে ভোটের আগে রাজ্য সরকারের এমন পদক্ষেপের পিছনে অবশ্য রাজনীতি দেখছে গেরুয়া শিবির। যদিও, প্রশাসন সূত্রের খবর, কুড়মিদের এ রাজ্যের এসটি তালিকাভুক্ত করার জন্য রাজ্য সরকারের তরফে গত ২০ জানুয়ারি কেন্দ্র সরকারের (Central Govt) কাছে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। ওই প্রস্তাবের সঙ্গে সিআরআই-এ (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্টও দাখিল করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রধান সচিব পদমর্যাদার ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) সঞ্জয়কুমার থাড়ে কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রকের সচিব দীপক খান্ডেকরকে চিঠি দিয়ে জানিয়েছেন, ১৯০১-১৯১১ সালের আদমসুমারির তথ্যে কুড়মিদের“অ্যাবঅরিজিন্যাল ট্রাইব” হিসেবে উল্লেখ করা হয়েছিল।

রাজ্যের কালচারাল রিসার্চ ইনস্টিটিউট কুড়মিদের নিয়ে নৃতাত্ত্বিক সমীক্ষা চালিয়ে জানিয়েছে, “টোটেমিক কুড়মিদের সমাজ ব্যবস্থার মধ্যে আদিবাসীত্বের ছাপ রয়েছে’। এ রাজ্যের ১২টি জেলায় প্রায় ২০ লক্ষ কুড়মি বসবাস করেন৷ কুড়মিদের ভাষা কুড়মালিকে রাজ্য সরকার দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #kurmi

আরো দেখুন