রাজ্য বিভাগে ফিরে যান

খেলাশ্রী প্রকল্পে ক্রীড়াবিদদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী

February 8, 2021 | < 1 min read

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের সম্মান জানাল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে খেলাধুলোর পরিকাঠামোগত উন্নয়নের জন্যে তাদের হাতে তুলে দেওয়া হল আর্থিক অনুদান। ক্রীড়াবিদদের বিভিন্ন বিভাগে অবদানকে সম্মান জানিয়ে তাঁদের হাতে পুরস্কার (KhelaShree) তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য ক্ষমতায় আসার পরেই ২০১১- ১২ সালে রাজ্য সরকারের যুবকল্যাণ দপ্তরের অধীনে চালু হয় রাজ্য সরকারের এই কর্মসুচী। খেলাধুলোর সার্বিক মানোন্নয়ন এবং ক্রীড়া সরঞ্জাম কেনা, সেগুলি রাখার জন্যে ঘর নির্মান ইত্যাদির জন্যে ক্লাবগুলিকে আর্থিক সাহায্য দিয়ে রাজ্যের খেলাধুলোয় পরিকাঠামোগত উন্নয়নই এই কর্মসূচীর লক্ষ্য।

এবছর বিভিন্ন বিভাগে যাদের পুরস্কৃত করা হল, তাঁরা হলেন,

খেল সম্মান

  • আতার আলি
  • হিমাশ্রী রায়
  • মিত্রাভ গুহ
  • পারমিতা রায়
  • গৌতম দে
  • রিয়া মন্ডল
  • নীনা শীল
  • সালমা মাঝি
  • তপন পাল
  • জয়শ্রী দাস
  • মেহুলি ঘোষ
  • প্রিয়ব্রত সাধু
  • সাহীদা খাতুন
  • জীত চন্দ্র
  • সোহম সাধুখা
  • সাহির আলি মল্লিক

বাংলার গৌরব

  • দীপক মন্ডল
  • দুলাল বিশ্বাস
  • প্রশান্ত চক্রবর্তী
  • প্রতীমা বিশ্বাস
  • সন্দীপ নন্দী
  • দেবযানী সামন্ত
  • মনোজ বেরা
  • পার্থ প্রতীম সেনগুপ্ত
  • কিশোর কুমার পাত্র
  • দেবব্রত চট্টোপাধ্যায়
  • ভগীরথ সামই
  • মামনি মন্ডল
  • তারকনাথ সাউ
  • মান্তু ঘোষ
  • রুমা রায়
  • পিঙ্কি প্রামাণিক
  • ডঃ লক্ষ্মী নারায়ণ নায়েক
  • সূর্য শেখর গাঙ্গুলি
  • রুনা বসু
  • সাগরময় সেনশর্মা
  • শুভময় দাস
  • সুমন্ত ঘোষ
  • অমিত ভদ্র
  • অমিত দাস
  • বাবু মাণি
  • দেবাশীষ মুখার্জী

ক্রীড়া গুরু

  • স্মিতা চট্টোপাধ্যায়
  • তরুণ সাহা
  • অমিতাভ ঘোষ
  • বিশ্বনাথ ঘোষ
  • জয়দীপ কর্মকার
  • ভারতী ঘোষ
  • মিহির ঘোষ

জীবনকৃতী সম্মান

  • বীর বাহাদুর ছেত্রী
TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #KhelaShree

আরো দেখুন