দেশ বিভাগে ফিরে যান

প্রজাতন্ত্র দিবসে কৃষক মৃত্যু – স্টেটাস রিপোর্ট চাইল আদালত

February 11, 2021 | < 1 min read

২৬ জানুয়ারি দিল্লির আইটিও(ITO) এলাকায় এক কৃষকের মৃত্যুর(Farmers Death) ঘটনায় নয়া মোড়। এবার দিল্লি হাই কোর্ট এই মামলায় দিল্লি পুলিশের(Delhi Police) কাছে এই মামলার স্টেটাস রিপোর্ট(Status Report) চেয়ে পাঠিয়েছে।

কৃষক মৃত্যুর ঘটনায় পুলিশের দাবি ছিল, ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী ট্র্যাক্টর উল্টে মৃত্যু হয়েছিল কৃষকের। কিন্তু, সেই যুক্তি মানতে নারাজ ছিল পরিবার। তাঁদের দাবি, ট্রাক্টর উলটে নয়, পুলিশের গুলিতেই প্রাণ হারিয়েছেন নভরীত। সে ঘটনার সাক্ষীও থেকেছেন একাধিক কৃষক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পুলিশের দাবি, আইটিওতে মিছিল আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা কোনও বাধাই মানতে চাননি। তাঁদের পথে এলে ট্রাক্টর চালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। সেই সময়ই একটি ট্রাক্টর উলটে যাওয়ার ঘটনা সামনে আসে। আর তাতেই নভরীত সিংয়ের মৃত্যু হয়। যদিও বিক্ষুব্ধ আন্দোলনকারীদের একাংশ অভিযোগ করেছিল, গুলির আঘাতেই মৃত্যু হয়েছে নভরীতের। একই দাবি পরিবারেরও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Republic Day, #Delhi High Court, #Tractor Rally, #farmer death

আরো দেখুন