রাজ্য বিভাগে ফিরে যান

দুয়ারে সরকার কর্মসূচিতে ২৪.৮ লক্ষ জাতি শংসাপত্র বিতরণ সম্পূর্ণ

February 13, 2021 | < 1 min read

দুয়ারে সরকার(Duare Sarkar) কর্মসূচিতে অভাবনীয় সাফল্য পেয়েছে রাজ্য সরকার(Govt of West Bengal)। জানুয়ারী ২০২১এর মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়েছেন ৬২ লক্ষ মানুষ। সংখ্যাটা এখন অনেক বেড়েও গেছে। অন্যদিকে এই কর্মসূচির মাধ্যমে ২৪.৮ লক্ষ জাতি শংসাপত্র বিতরণ করা হয়েছে। রাজ্যজুড়ে ১০০% আবেদনই পূরণ করা হয়েছে এখনও পর্যন্ত।

উল্লেখ্য, রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী'(Swasthya Sathi) প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে। এই প্রকল্পে ১০ কোটি মানুষকে কার্ড বিলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট তথা ভোট অন অ্যাকাউন্ট পেশের সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘‌দুয়ারে সরকার’‌ ও ‘‌পাড়ায় সমাধান’‌(Paray Somadhan) বছরে দু’‌বার করে হবে। একইসঙ্গে ‌ধারাবাহিকভাবে চলবে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পও। মমতা(Mamata Banerjee) জানান, ‘‌স্বাস্থ্যসাথী’‌ কার্ড প্রতি তিন বছর অন্তর পুনর্নবীকরণ করা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Duare Sarkar, #caste certificate

আরো দেখুন