গোপনীয়তা নিয়ে হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
প্রাইভেসি পলিসি নিয়ে হোয়াটসঅ্যাপকে কাঠগড়ায় তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মার্কিন সোশ্যাল মিডিয়াকে ভর্ৎসনা করে সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, আপনারা এক, দুই বা তিন লক্ষ কোটি ডলারের কোম্পানি হতে পারেন। কিন্তু, দেশবাসী অর্থের থেকেও গোপনীয়তাকে বেশি মূল্য দেন। পাশাপাশি, আমজনতার গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকার এবং ফেসবুক নেতৃত্বাধীন হোয়াটসঅ্যাপকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
২০১৭ সালে প্রাইভেসি পলিসি নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন কর্মণ্য সিং সারিন। সেই মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি। সোমবার মামলাটির শুনানি ছিল। সেখানে আবেদনকারীর আইনজীবী শ্যাম দিবান বলেন, ইউরোপের তুলনায় ভারতে ব্যবহারকারীদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের (whatsapp) প্রাইভেসি পলিসি (Privacy Policy) অত্যন্ত নিম্নমানের। গ্রাহকের তথ্য যাতে ফেসবুককে শেয়ার না করা হয়, সেজন্যও আদালতের কাছে আর্জি জানান তিনি। এই মর্মে মামলাকারীর দাবি, বিচারব্যবস্থারই দায়িত্ব দেশবাসীর গোপনীয়তা রক্ষা করা।
তারপরেই প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, দিবানের যুক্তিতে আমরা সন্তুষ্ট। উনি বলেছেন, দ্রুত তথ্য সুরক্ষা আইন বলবৎ করতে হবে। হোয়াটসঅ্যাপের উদ্দেশে আদালত বলে, আপনারা এক, দুই বা তিন লক্ষ কোটি ডলারের কোম্পানি হতে পারেন। কিন্তু, আমজনতা অর্থের থেকেও গোপনীয়তাকে বেশি মূল্য দেন। এরপরেই ফেসবুক নেতৃত্বাধীন হোয়াটসঅ্যাপকে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট। যদিও আদালতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপে তথ্য সুরক্ষা নিয়ে বিশেষ আইন রয়েছে। তার নাম ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’। কিন্তু, ভারতে এ ধরনের আইন নেই। মার্কিন অনলাইন চ্যাটিং সংস্থার আইনজীবী কপিল সিবাল বলেছেন, ভারত যদি এ ধরনের আইন আনে, তাহলে হোয়াটসঅ্যাপও তা মেনে চলবে।