উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

শিলিগুড়িতে বিজেপির যোগদান মেলায় এলো না কেউ, মুখ লুকিয়ে পালালেন শুভেন্দু

February 16, 2021 | < 1 min read

গত রবিবার শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর হাতে শিলিগুড়ি বিজেপি কার্য্যালয়ে যোগদানের অনুষ্ঠান (Yogdan Mela) স্থির করা হয়। ফেসবুক থেকে সোস্যাল মিডিয়ায় তার প্রচার চালায় বিজেপি। খোদ নিজের ফেসবুকে যোগদানের ডাক দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বহু ঢাকঢোল পিটিয়ে বিপুল টাকা খরচ করেন যোগদানের জন্য মঞ্চ বাঁধা হয়ে গিয়েছিল। দক্ষিণবঙ্গের কর্মসূচি থেকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়া হয়েছিল শিলিগুড়িতে। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরে শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর লেখা থাকল সুপার ফ্লপ হিসেবে।

শোনা যাচ্ছে বিজেপির (BJP) হিলকার্ট রোডের দলীয় কার্য্যালয়ে আগে শুভেন্দু অনুগামী বলে পরিচিত জনা ২০-২৫ লোক হাজির হলেও, শিলিগুড়ি (Siliguri) অথবা উত্তরবঙ্গের বড় মেজো বিজেপির নেতারাও কার্যত বয়কট করেন শুভেন্দু অধিকারীর নাম শোনার পরে। এও জানা যাচ্ছে, ব্যাপার স্যাপার দেখে ওই জায়গা থেকে কার্যত নাকি পালিয়ে যান শুভেন্দু।

দলবদল করে যেসব নেতারা দলে এসেছেন, তাদের নিয়ে আখেরে খুব একটা লাভ হচ্ছে না রাজ্য বিজেপির, বরং প্রতিদিন আদি বনাম নব্য সমর্থকদের মধ্যে বাড়ছে অসন্তোষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #siliguri, #Yogdan Mela, #bjp

আরো দেখুন