তথ্য যাচাই বিভাগে ফিরে যান

সত্যিই কি বিধানসভা ভোটের দিন তারিখ প্রকাশিত হয়েছে? জানুন আসল ঘটনা

February 17, 2021 | < 1 min read

দাবি

সোশ্যাল মিডিয়ায়(Social Media) একটি পোস্ট বেশ ঘুরে বেড়াচ্ছে। বলা হচ্ছে ২০২১- এর বিধানসভা নির্বাচনের সময় সূচী প্রকাশিত হয়েছে এবং এটাই সেই সময় সূচী। পোস্টটিতে বলা হচ্ছে এপ্রিল ১ থেকে মে ১৯ অবধি সাতটি পর্যায়ে হবে নির্বাচন।

সত্যতা

পোস্টটিতে খেয়াল করলে দেখা যাবে এপ্রিল একের পরিবর্তে এপ্রিল ১১ তে শুরু হচ্ছে প্রথম পর্যায়ের ভোট। এছাড়া পশ্চিমবঙ্গের(West Bengal) ৪২ টি লোকসভা কেন্দ্র এবং ২৯৪টি বিধানসভা কেন্দ্র। ভাইরাল হওয়া সময় সূচীতে দেখা যাচ্ছে ৪২ টি কেন্দ্রের কথা লেখা আছে। এছাড়া সেই পোস্টে এক জায়গায় লেখা, “সাতটা পর্যায়ে গোটা দেশে হবে নির্বাচন এবং ২৩ মে নির্বাচনের ফল ঘোষণা হবে”।

দেশের কথা বলায় একথা স্পষ্ট যে লোকসভা নির্বাচনের কথা বলা হচ্ছে আর ২৩ শে মে ২০১৯- এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল।

এই সব প্রমাণ থেকে এটি প্রমাণিত কেউ বা কারা ২০১৯- এর লোকসভা নির্বাচনের সময় সুচীকে ২০২১- এর বিধানসভা নির্বাচনের বলে চালাচ্ছে।

সুতরাং ভাইরাল হওয়া পোস্টে বিধানসভা ভোটের সময় সূচী প্রকাশিত হওয়ার দাবি সম্পূর্ণ ভুয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন