রাজ্য বিভাগে ফিরে যান

গোটা রাজ্যবাসীর জন্যে ভ্যাকসিন চেয়ে কেন্দ্রকে চিঠি মমতার

February 24, 2021 | < 1 min read

আসন্ন বিধানসভা ভোট। এদিকে করোনা পরিস্থিতিও চোখ রাঙাচ্ছে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ালেও স্বাভাবিক ভাবেই সেখানে সামাজিক দূরত্বের তোয়াক্কা করবেন না জনগণ। এমতাবস্থায় সে কথা মাথায় রেখেই ভোটের আগেই গোটা রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়ার অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোটা রাজ্যবাসীই যে বিনামূল্যে ভ্যাকসিন পাবেন সেকথাও জানিয়েছেন তিনি।

অপর দিকে একেবারে উল্টো রূপ দেখা গেল কেন্দ্রীয় সরকারের। যেখানে রাজ্য সরকার বিনামূল্যে ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ঘোষণা বহাল রাখছে, সেখানেই এবার টাকা দিয়ে ভ্যাকসিন কেনার ব্যবস্থা করছে কেন্দ্র।

কেন্দ্র সরকার জানিয়ে দিল, ‘বেসরকারি হাসপাতালে টাকা দিয়ে মিলবে ভ্যাকসিন। সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে মিলবে করোনার ভ্যাকসিন। ১০ হাজার সরকারি হাসপাতালে ভ্যাকসিন। ২০ হাজার বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের কত দাম? ভ্যাকসিনের দাম ২-১ দিনেই ঠিক করবে সরকার। ১ মার্চ থেকে বেসরকারি হাসপাতালে টাকা দিয়ে ভ্যাকসিন। ৬০ বছরের ঊর্ধ্বে হলেই মিলবে করোনার ভ্যাকসিন। কোমর্বিডিটি থাকলে ৪৫ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Mamata Banerjee, #Narendra Modi

আরো দেখুন