তথ্য যাচাই বিভাগে ফিরে যান

মহিলা সুরক্ষা – জেপি নাড্ডার অভিযোগের জবাব দিল তৃণমূল

February 25, 2021 | < 1 min read

শিয়রে বিধানসভা ভোট। প্রায় রোজই বঙ্গ সফরে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কিছুদিন আগেই নরেন্দ্র মোদী (Narendra Modi) ডানলপে এসে তৃণমূলের দিকে আক্রমণ শানিয়ে বেশ কিছু অভিযোগ করে গেছেন। আজ জেপি নাড্ডা (JP Nadda)এসেও তাই করলেন। বললেন বাংলায় মহিলারা সুরক্ষিত নন।

বিজেপির অভিযোগকে খন্ডন করতে, এবার দলের তরফে হাতে ব্যাট নিয়ে এগিয়ে এলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন (Derek O’Brien)।

নাড্ডার দাবি

বাংলায় মহিলারা সুরক্ষিত নন।

তৃণমূলের জবাব

•২০১৪- ২০১৯ অবধি মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা বৃদ্ধি:

উত্তর প্রদেশ: ৫৬%
মহারাষ্ট্র: ৩৯%
রাজস্থান: ৩৩%
পশ্চিমবঙ্গ: ২০১৪ এর তুলনায় ২১% কমেছে।

• ২০১৯ সালের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতাই মহিলাদের জন্যে সবচেয়ে সুরক্ষিত শহর।

•দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে প্রতি এক লক্ষ জনসংখ্যায় অপরাধের সংখ্যা:

দিল্লি: ১৪৫৭
সুরাট: ১৩১৭
আমেদাবাদ: ৮২৬
কলকাতা: ১৫২

•কলকাতায় মহিলা থানার সংখ্যা ৮।

•রাজ্যে মোট ৬৫ মহিলা থানার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে ইতিমধ্যেই ৪৮টি ইতিমধ্যেই তৈরি হয়েছে।

•প্রতিটি থানায় অন্তত তিনজন করে মহিলা পুলিশ রয়েছেন (দুজন কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টর)।

•রাতে মহিলাদের সাথে হওয়া অপরাধ দমন শাখাতেও মহিলা পুলিশ নিযুক্ত হয়েছেন।

•রাজ্যে ৮৮ টি ফাস্টট্র্যাক কোর্টের মধ্যে ৪৫ টি মহিলাদের জন্যে এবং ১৯ টি মানবাধিকারের জন্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

#women safety, #Derek O Brien, #JP Nadda

আরো দেখুন