দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিধানসভায় প্রার্থী নিয়ে বিজেপির অন্দরমহলে কোন্দল

February 25, 2021 | 2 min read

মুর্শিদাবাদ(Murshidabad) এবং বহরমপুর(Baharampur)বিধানসভা কেন্দ্রে বিজেপির(BJP) প্রার্থী কে হবে তা নিয়ে দলের অন্দরমহলে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। দু’টি বিধানসভা কেন্দ্রে একাধিক নেতা প্রার্থী হওয়ার জন্য রাজ্য নেতৃত্বের কাছে বায়োডাটা জমা দিয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে প্রার্থীর দৌড়ে রয়েছেন খোদ দলের জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ(Gourishankar Ghosh)। সেইমতো তাঁর  শিবিরের লোকজন অনেক আগে থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন অন্য দল থেকে আসা দুই নেতা। তাঁরাও প্রার্থী হওয়ার জন্য নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকায় ওই দুই নেতার অনুগামীর সংখ্যা ভালোই রয়েছে। তাই এই কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা ঠিক করতেই দলকে বেগ পেতে হচ্ছে। লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। সেই কারণেই সব গোষ্ঠীর নেতারাই প্রার্থী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে দলের কর্মীরা মনে করছেন। তবে লোকসভা নির্বাচনে এগিয়ে থাকলেও দলের কোন্দল শীর্ষ নেতৃত্বের মাথাব্যথা বাড়িয়েছে। 


দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, বহরমপুর বিধানসভা কেন্দ্রেও লোকসভা নির্বাচনের সময় থেকেই বিজেপির পালে হাওয়া লেগেছে। সেই নির্বাচনেও এই কেন্দ্র গেরুয়া শিবির ভালো ফল করেছে। এখানে কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপিতে আসা এক নেতা প্রার্থী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাঁর সঙ্গে দৌড়ে রয়েছেন আরও তিন নেতা। আবার দলের একাংশ চাইছে, এই কেন্দ্র থেকে এক চিকিৎসককে প্রার্থী করা হোক। তবেই কংগ্রেসের এই দুর্গে সাফল্য আসবে। নেতৃত্বের একাংশের দাবি, দু’টি বিধানসভা কেন্দ্রে কর্মী এবং সমর্থকের সংখ্যা বেড়েছে। কিন্তু দক্ষ নেতার অভাব রয়েছে। সংগঠন মোটেও ভালো জায়গায় নেই। তাই ভালো প্রার্থী না হলে দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

যদিও বিজেপির জেলা সভাপতি বলেন, প্রার্থী নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। কে কোথায় প্রার্থী হবেন তা শীর্ষ নেতৃত্ব ঠিক করবে। আমরা এখন দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছি। শুক্রবার মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে মিছিল হবে। রাজ্য নেতারা এই কর্মসূচিতে শামিল হবেন। ওইদিন বড়ঞা বিধানসভা কেন্দ্রে আমাদের সভা রয়েছে। অনেকেই সেদিন আমাদের দলে যোগ দেবেন। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ বিধানসভা কেন্দ্রে তাদের অবস্থা অত্যন্ত খারাপ। ডোমকল বিধানসভা কেন্দ্রে তারা কর্মীর অভাবে এখন দেওয়াল দখল শুরু করতে পারেনি। বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, নবগ্রাম এবং বড়ঞা বিধানসভা কেন্দ্রে তাদের অবস্থা তুলনামূলকভাবে ভালো। নবগ্রাম সহ অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে তাদের টানাপোড়েন রয়েছে।

কিন্তু বহরমপুর, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে তাদের কোন্দল সবচেয়ে বেশি রয়েছে। দলের এক নেতা বলেন, লোকসভা এবং বিধানসভা ভোট একইভাবে হয় না। সেটা ওই দুই কেন্দ্রের নেতারা বুঝতে চাইছে না। সংগঠন মজবুত না করে তাঁরা প্রার্থী হওয়ার জন্য আদাজল খেয়ে নেমে পড়েছেন। দলের কর্মী-সমর্থকরা সেটা ভালোভাবে নিচ্ছেন না। প্রসঙ্গত, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে নিজেদের ভিত মজবুত করার জন্য তৃণমূল লোকসভা নির্বাচনের পর লাগাতার কর্মসূচি নিয়েছে। তাদের দাবি, বিধানসভা নির্বাচনে লোকসভা ভোটের পুনরাবৃত্তি হবে না। অন্যদিকে বহরমপুর বিধানসভা কেন্দ্রেও কংগ্রেস এবং তৃণমূল সাফল্য পেতে মরিয়া হয়ে উঠেছে। তাই বিজেপি নেতৃত্ব মোটেও স্বস্তিতে নেই। তার উপর প্রার্থী নিয়ে তাদের দলের কোন্দল নেতাদের মাথাব্যথা আরও বাড়িয়ে দিয়েছে।এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #murshidabad

আরো দেখুন