বিনোদন বিভাগে ফিরে যান

টিআরপির দৌঁড়ে হার, শেষ হয়ে যাচ্ছে ‘প্রথমা কাদম্বিনী’

February 26, 2021 | 2 min read

আর মাত্র কয়েকটি দিন। তার পরেই শেষ হয়ে যাবে স্টার জলসার জীবনীমূলক ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’ (Prothoma Kadambini)। এমনই খবর ছড়িয়েছে টেলি পাড়ায়। সেই খবরে সিলমোহর দিয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিলমস্‌ (এসভিএফ)। ওই প্রযোজনা সংস্থার পক্ষে অরবিন্দ দাশগুপ্ত বলেন, ‘‘আচমকা বা জোর করে শেষ করা হচ্ছে না ‘প্রথমা কাদম্বিনী’। এই ধারাবাহিক তো অবিভক্ত বাংলার প্রথম মহিলা চিকিৎসকের জীবন-বৃত্তান্ত। গল্পের প্রয়োজনেই শেষ করা হচ্ছে প্রথমা কাদম্বিনী।’’

নতুন কোনও ধারাবাহিক কি আসছে ‘প্রথমা কাদম্বিনী’র জায়গায়? শোনা যাচ্ছে, রোজ সন্ধ্যা ছ’টা নাগাদ ‘প্রথমা কাদম্বিনী’র জায়গায় দেখানো হবে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস-এর ‘সাঁঝের বাতি’। আর ‘সাঁঝের বাতি’র সময়ে তবে কী দেখা যাবে? রাজ চক্রবর্তী প্রযোজিত একটি নতুন ধারাবাহিক আসছে। নাম ‘ফেলনা’।

এক বছরের পথ চলা কি প্রত্যাশা পূরণ করল? প্রযোজকের উত্তর, ‘‘ওই ধারাবাহিকের (Serial) টিআরপি (TRP) নিয়ে কখনওই মাথা ঘামানো হয়নি। আমাদের আনন্দ, যথাযোগ্য সম্মান জানাতে পারলাম বাংলার প্রথম মহিলা চিকিৎসককে। আমাদের ধারাবাহিক যদি পাঠ্যপুস্তকে জায়গা করে দিতে পারে ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে, শহরে একটা মেট্রো স্টেশন বা রাস্তার নাম যদি হয় তাঁর নামে, সেটাই বড় পাওনা। তাতেই হবে প্রত্যাশা পূরণ। স্টার জলসার উদ্যোগে তৈরি এই ধারাবাহিক কাদম্বিনীর জীবনের প্রথম প্রামাণ্য ইতিহাস, এটা ভেবেই ভাল লাগছে।’’

স্টার জলসায় কাদম্বিনীর জীবন নিয়ে ধারাবাহিক শুরু হওয়ার কয়েক মাস পরে একই জীবনী নিয়ে মেগা শুরু হয়েছিল জি বাংলাতেও। নাম ‘কাদম্বিনী’। ৭৫টি পর্ব সম্প্রচারণের পরেই আচমকা বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক। শোনা যায়, যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারেনি ধারাবাহিকটি।

এ দিকে ‘প্রথমা কাদম্বিনী’ শেষ হয়ে যাচ্ছে জানতে পেরে, নেটমাধ্যমে নিজেদের মনখারাপের কথা জানিয়েছেন বহু দর্শক। অনেকের বক্তব্য, তথাকথিত ‘সাংসারিক কূটকচালি’ ছাড়া এটিই একটি ধারাবাহিক সম্প্রচারিত হয়। সেটিও বন্ধ হয়ে গেলে খারাপ লাগবে তাঁদের।

ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র কাদম্বিনী এবং তাঁর স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে ফোনে পাওয়া যায়নি। তবে টিম ‘প্রথমা কাদম্বিনী’ শেষ শ্যুটিংয়ের স্মৃতি চিরস্থায়ী করতে শট শেষে নিজস্বী তুলেছে। সোলাঙ্কি রায়, হানি বাফনা, বিদীপ্তা চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য হয়ে সকল কলাকুশলীকে দেখা গিয়েছে সেই নিজস্বীতে। বাদ যায়নি ছোট্ট ‘বিনি’ মেঘান চক্রবর্তীও। পর্দার মা-বাবার কোলে চেপে সে ফিরে গিয়েছে অতীতে। ইনস্টাগ্রামে সেই ছবি দিয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছে। লিখেছে, ‘ঠিক এক বছর আগে ছোট্ট বিনির হাত ধরে প্রথমা কাদম্বিনীর পথচলা শুরু হয়। ছোট্ট বিনির চরিত্রে অনেক ভালবাসা পেয়েছি। তার জন্য আমি আপ্লুত। স্টার জলসা, এসভিএফ-কে অসংখ্য ধন্যবাদ। শ্যুটিংয়ে গিয়ে প্রত্যেকটি মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল। সকলের এত ভালোবাসায় দিনটা স্মরণীয় হয়ে থাকবে। তোমাদের থেকে কত কিছু শিখেছি। সবাইকে ধন্যবাদ।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #serial, #Prothoma Kadambini

আরো দেখুন