রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলকে দূষে একই পোস্ট অনিক দত্ত, বাবুলের, বাম-রামের যোগ নিয়ে জল্পনা

March 2, 2021 | 2 min read

বিজেপি (BJP) এবং বামেদের যোগ নিয়ে বার বারই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। আর এ প্রশ্ন যে মোটেই অযৌক্তিক নয়, তা আরো একবার প্রমাণ হয়ে গেল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দুষে একই পোস্ট করতে দেখা গেল বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং অনীক দত্ত (Anik Dutta) কে। দুটো মানুষের অভিযোগের বিষয় একই হতেই পারে। তাই বলে পোস্টের ভাষা হুবহু এক হওয়াটাও কি কাকতালীয় হতে পারে?

এছাড়াও অনীক, বাবুল দুজনের পোস্টেই একই ভাবে বিজেপির স্টাইলে বাঙালিকে ‘বাঙ্গালী’ লেখা। এটাও কি কোন অনিচ্ছাকৃত ভুল হওয়া সম্ভব!

পোস্ট দুটি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে একটি পোস্টই কপি পেস্ট করা হয়েছে। অর্থাৎ পোস্ট দুটির সূত্র এক। বিজেপি আইটি সেল এই ধরণের কপিপেস্ট-এ ওস্তাদ, যা রাম- বামের যোগের সন্দেহকে আরো জোরদার করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Babul Supriyo, #CPM, #Anik Dutta, #bjp

আরো দেখুন