রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার অর্থনৈতিক অবস্থা উজ্জ্বল, বলছে কেন্দ্রীয় সরকারের তথ্যই: অমিত মিত্র

March 3, 2021 | 2 min read

‘বাংলায় জয় সীয়া রাম বলা হত জয় শ্রীরাম না’। এক জাতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বিজেপিকে নিশানা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র(Dr Amit Mitra)। একাধিক ইস্যুতে এদিন তিনি কটাক্ষ করেন গেরুয়া শিবিরকে। জয় শ্রী রাম ইস্যুতেও তুলোধনা করেন তিনি। সেইসঙ্গে অমিত মিত্র জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলার অর্থমন্ত্রী মাপকাঠির অনেক উন্নতি হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বাংলা এগিয়ে রয়েছে।’

অমিত মিত্র বলেন , ‘বাংলার অর্থনৈতিক ব্যবস্থা খুব উজ্জ্বল। এটা কেন্দ্রীয় সরকারের তথ্যই বলছে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যের জিডিপি ছিল সাড়ে ৪ লাখ কোটি। ১৯-২০ – তে সেটা হয়েছে সাড়ে ১২ লাখ কোটি। ৩ গুণ বেড়েছে জিডিপি। বাংলায় একজন গরিব নেই যিনি রেশন পান না। বাংলার সব মানুষের কাছে স্বাস্থ্য বিমা রয়েছে। এখানে ১০ বছরে ৫ গুণ বিশ্ববিদ্যালয় হয়েছে। আমরা সরকারে আসার সময়ে কর ছিল ২১ হাজার কোটি। এখন হয়েছে ৭৫ হাজার কোটি। কেন্দ্রীয় সরকারের তথ্যে বাংলা এক নম্বরে। ১০০ দিনের কাজে বাংলায় নম্বর এক। কৃষকদের আয় তিনগুণ বেড়েছে মমতা আসার পরে। কিছু ভুয়ো খবর জেনে বুঝে ছড়ানো হচ্ছে। ৮,৯০০ কিমি রাস্তা বানানো হয়েছে। রাজ্যে শিল্প না হলে, তো জিডিপি-ট্যাক্স কি করে বাড়বে। মধ্যবিত্ত এতো কর তো দেয় না। জিএসটিতে বাংলা এগিয়ে রয়েছে। ডালমিয়া সিমেন্ট,জেএসডব্লুউ, ইমানি,স্টার সিমেন্ট। জার্মানের বিশ্বখ্যাত সংস্থা আসছে। টিসিএস ৪৪ হাজার কর্মী কাজ করেন। গোটা দেশে ১৩ শতাংশ স্টিল বাংলা থেকে পাঠানো হয়। কেন্দ্রীয় সরকার নিজেই তথ্য দেখে না।’

অমিত মিত্র আরো বলেন, ‘বাংলার মানুষ খুব বুদ্ধিমান। আমরা ছোট ছিলাম তখন শুনতাম জয়সীয়া রাম। আমার বাড়ির সামনে কিছু বিহারি থাকতেন। তারাই বলতে এটা। এখন সেই সীয়া, সীতা কোথায় গেল। আমার মায়ের বাবা সুরেশ চন্দ্র বসু। সুভাসচন্দ্র বসুর বড় দাদা। সুভাষচন্দ্রে জন্মদিবসে জয় হিন্দ, জয় বাংলা বলা দরকার। সেখানে বলছে জয় শ্রী রাম । বাংলায় জয় সীয়া রাম বলা হয়।’

দলত্যাগীদের প্রসঙ্গে অমিত মিত্র বলেন, ‘যাদের বিরুদ্ধে কেস আছে,তারাই দল ছাড়ছে। দল ছাড়ার কারণ ওরাই বলতে পারবে। আমাদের ২১১ বিধায়ক। ৭-১০ জন বিধায়ক গেছে। প্রলোভন দেখিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে আপনারা কাজ করতে পারবেন না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Amit Mitra, #Economy, #Bengal

আরো দেখুন