দেশ বিভাগে ফিরে যান

মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘিত, পেট্রলপাম্প থেকে নরেন্দ্র মোদির ছবি সরানোর নির্দেশ কমিশনের

March 3, 2021 | < 1 min read

পেট্রলপাম্প(Petrol Pump) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) ছবি সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন(ECI)।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই মডেল কোড অফ কনডাক্ট(Model Code of Conduct) চালু হয়। সেই অনুযায়ী সারা শহর জুড়ে একাধিক প্রকল্পের হোর্ডিং সরিয়ে ফেলতে হয়। এই বিষয়টি কিছুটা সময়সাপেক্ষ। তাই এর জন্য একটা নির্দিষ্ট সময় ধার্য করা হয়েছে। ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে। তারপর আর কোনও সরকারি বিজ্ঞাপন রাখা যাবে না।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ববি হাকিম অভিযোগ করেছেন, বিভিন্ন পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি দেখা যাচ্ছে। যার ফলে মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘিত হচ্ছে।

কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ৭২ ঘন্টা পর আর ওই ছবি রাখা যাবে না। যেহেতু নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে তাই ওই ছবিগুলিকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে জানিয়েছে নির্বাচন কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

#posters, #Eci, #Model Code of Conduct, #petrol pump, #Modi

আরো দেখুন