রাজ্য বিভাগে ফিরে যান

ভোটের ঠিক আগেই উত্তর ও দক্ষিণবঙ্গে বিরোধী দলের নেতাদের তৃণমূলে যোগদান

March 3, 2021 | < 1 min read

গত রবিবার যখন সিপিএম- কংগ্রেস ব্রিগেডে ব্যস্ত ছিল এবং বিজেপি (BJP) ব্যস্ত ছিল পরিবর্তন যাত্রায়, ঠিক সেই সময়ই সিপিএম, কংগ্রেস, বিজেপির তিন নেতা উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

শিবরাজ চৌহানের পরিবর্তন যাত্রার রথ জগদ্বল্লভপুর ছাড়ার কিছু সময়ের মধ্যেই হিরাপুরে এই তিন নেতার হাতে দলের পতাকা তুলে দেন উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়।

হিরাপুর বাম আমলে রাজনৈতিক সন্ত্রাসের জন্যে বহুবার সংবাদের শিরোনামে এসেছে। ২০০১ সালে এখানেই তৃণমূল (Trinamool) নেতা হাফেজ রশিদ খানকে খুন করা হয়।

যোগদানকারী তিন নেতা হলেন সিপিএমের (CPM) প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সুমিত্রা মান্না, বিজেপি নেতা কালিপদ মন্ডল এবং কংগ্রেস (Congress) নেতা সামাদ মোল্লা। তারা জানিয়েছেন এই বিপুল উন্নয়ন তারা আগে কখনো দেখেননি।

এছাড়াও এদিনই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক নামি উকিল শেখর দাসগুপ্ত তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। চেয়ারম্যান বিপ্লব মিত্র এবং সভাপতি গৌতম দাস তার হাতে দলের পতাকা তুলে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #West Bengal Election 2021, #Trinamool Congress

আরো দেখুন