রাজ্য বিভাগে ফিরে যান

১০ বছর অফিস ভাড়া দেননি রাজীব ব্যানার্জী, অভিযোগ করে তাড়ালেন বাড়িওয়ালা

March 3, 2021 | < 1 min read

বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হওয়ার সুবাদে দীর্ঘ ১০ বছর ধরে নিজের বিধায়ক অফিসের ভাড়া দেননি রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এমনই বিস্ফোরক অভিযোগ করে নব্য বিজেপি (BJP) নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক অফিস কেড়ে নিলেন বাড়িওয়ালা। তুলে দিলেন তৃনমূলের হাতে।

তৃণমূলের (Trinamool) প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ও বাড়ির মালিক মন্টু সাঁতরার অভিযোগ তিনি রাজিববাবুকে ওই বাড়িটির নিচের ফ্লোর ভাড়া দিয়েছিলেন। সেখানেই রাজীববাবু এলাকার বিধায়ক এবং মন্ত্রী হিসাবে অফিস তৈরি করেছিলেন। ওখানে বসেই তিনি জনসংযোগের কাজ করতেন। কিন্তু মাত্র 3 মাস ভাড়া দিয়েছিলেন। তারপর গত 10 বছর তিনি কোন ভাড়া দেননি বলে অভিযোগ করেন।

ডোমজুড়ের পাকুরিয়ায় বিধায়ক অফিস দখল নিল স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ওই অফিসকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পুজো করা হয়। তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের মেন্টর কল্যান ঘোষ জানিয়েছেন, “পাকুরিয়ার ওই অফিসে তৃণমূলের বিধানসভা নির্বাচনী কার্যালয় করা হবে। ডোমজুড়ের তৃণমূল কর্মীরা বেইমান রাজীব বন্দ্যোপাধ্যায়কে গোহারা হারাবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Rajib Banerjee

আরো দেখুন