বিস্ফোরক তথ্য! টুইটারে ঝড় তুলতে বিশেষ টুলকিট ব্যবহার করে বিজেপি
বেঞ্জামিন স্ট্রিক নামে এক সাংবাদিক টুইটারে একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি তথ্য দিয়ে দাবি করেছেন, টুইটারে (Twitter) তৃণমূলকে আক্রমণ করতে বা মোদী-শাহের জনসভার সময় টুইটার ঝড় তুলতে বিজেপির একটি টুলকিট এবং গুগল ডক ব্যবহার করে থাকে। কিছুদিন আগেই টুলকিট ব্যবহার করার দোষে গ্রেপ্তার হয়েছেন পরিবেশকর্মী দিশা রবি। সেই প্রেক্ষিতে বেঞ্জামিন স্ট্রিকের এই দাবি বিস্ফোরক বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বেঞ্জামিন স্ট্রিক বিবিসি আফ্রিকার একজন অদন্তকারী সাংবাদিক। তিনি গুগল ড্রাইভে গিয়ে প্রস্তাবিত টুইটার লিঙ্কগুলিকে যাচাই করে দেখেছেন। স্ট্রিক এ বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন:
১। গুগল ড্রাইভে যে ইমেল লিঙ্কটি দেওয়া আছে, সেটি আসলে ভারত সরকারের (মাই গভ) নামে লিঙ্কডইনে নথিভুক্ত করা আছে। একই টুইট কপি পেস্ট করে প্রচার চালানোর জন্যেই ব্যবহৃত হয় এই গুগল ডক।
২। এই গুগল ডকে থাকে বহু টুইট ও ছবি, যেগুলো পোস্ট করেন বিজেপিকর্মীরা।
৩। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ এর জানুয়ারির মধ্যে একসাথে বহু নতুন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। স্ট্রিক সেই তথ্যও তুলে ধরেছেন।
৪। এই গুগল ডক থেকেই বাংলা, ইংরাজি, হিন্দি সহ বিভিন্ন ভাষার টেক্সট নিয়ে ফেসবুক এবং টুইটারে শেয়ার করা হয়।
৫। রাজ্য সরকারকে আক্রমণ করতে, কৃষি বিলের পক্ষে বলতে বা রাজ্যে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে টুইটার ঝড় তুলতে একই হ্যাসট্যাগ ব্যবহার করা হয়। তারও লিস্ট দেওয়া থাকে এই গুগল ডকে। কোন লেখার সাথে কোন হ্যাসট্যাগ ব্যবহার করা হবে তাও এখানেই বলে দেওয়া থাকে।
যেমন, #TMCHataoBanglaBachao- এর সাথের লেখা দেওয়া “Bengal has been suffering from last 10 years. The TMC regime has built…”।
কিংবা #KrishokSurokhaAbhijan – এই হ্যাসট্যাগের সাথে লেখা “নতুন কৃষি আইনের দ্বারা কৃষিজ পণ্য বিক্রি করা হবে আরও সহজ। বিজেপি সরকার আনছে কৃষক সুরক্ষা অভিযান।”
সুতরাং, ২০২১ এর আগে ভুয়ো প্রোফাইল তৈরি করে সামাজিক মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি (BJP), যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হন।