তথ্য যাচাই বিভাগে ফিরে যান

হুইলচেয়ারে বসার নাটক করছেন মমতা? জানুন আসল সত্য

March 15, 2021 | < 1 min read

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আক্রান্ত হওয়ার পর থেকেই সেই ঘটনা নিয়ে বিরোধীরা কুৎসা করছেন। সহানুভূতি প্রদর্শণের বদলে তা নিয়ে মস্করা করার মতো কুরুচিকর সংস্কৃতির পরিচয় দিয়েছে বিরোধী দলগুলি। অনেকে দাবি করছেন, মুখ্যমন্ত্রীর আদৌ কিছু হয়নি; তিনি আসলে নাটক করছেন।

দাবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর দুটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে একটিতে মুখ্যমন্ত্রী হুইলচেয়ারে বসে আছেন এবং অপরটিতে হুইলচেয়ার ছেড়ে দিব্যি হেঁটে বেড়াচ্ছেন। ছবি দুটির মাথায় যথাক্রমে লেখা রয়েছে মিডিয়ার সামনে এবং কালীঘাটে। অর্থাৎ মিডিয়ার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে বসার নাটক করছেন। আর কালীঘাটে মিডিয়া না থাকলেই দিব্যি হেঁটে চলে বেড়ান।

সত্যতা

প্রথমেই ভালো করে লক্ষ করলে দেখা যাবে দুটি ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা শাড়ি পরে রয়েছেন। এছাড়াও দুটি ছবিতে মুখ্যমন্ত্রীর চেহারাও দুরকম। একটি ছবিতে মুখ্যমন্ত্রীকে বিধ্বস্ত দেখাচ্ছে এবং অপরটিতে বেশ পরিপাটি করে চুল বাঁধা। অর্থাৎ দুটি ছবি দুটো আলাদা সময়ের। কিন্তু দুটি ছবিতেই হুইলচেয়ারের পেছনে যারা আছেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং অন্যান্যরা, তাঁদের অঙ্গভঙ্গিতে কোন পার্থক্য নেই। অর্থাৎ দুটি ছবিই সেক্ষেত্রে একই সময়ের। ছবিদুটির ব্যাকগ্রাউন্ড এক। আদতে একই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘ফোটোশপড’ করা হয়েছে।

তাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ার ছেড়ে হাঁটার ছবিটি সম্পূর্ণ ভুয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #Mamata Banerjee On Wheelchair

আরো দেখুন