নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ, কাল মোদীর করোনা বৈঠক
মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাত, তামিলনাডুতে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনার সংক্রমণ। তারই মধ্যে পাঞ্জাবে ভাইরাসের (Coronavirus) নতুন স্ট্রেইনের সন্ধান মিলেছে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দাবি করায় কেন্দ্রের চিন্তা বেড়েছে। দ্রুত পাঞ্জাবের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। এই পরিস্থিতিতে আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ফের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা পরিস্থিতি এবং টিকাকরণের গতিবিধি নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন বলেই জানা গিয়েছে।
মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাত ও তামিলনাড়ুর মতো পাঁচ রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই রাজ্যগুলিতে আক্রান্তের হার ৭৮.৪১ শতাংশ। যা অত্যন্ত চিন্তার বিষয়। পাশাপাশি, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ হাজার ২৯১ জন সংক্রমিত হয়েছেন বলে সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্র। তারই মধ্যে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধু দাবি করেছেন, জলন্ধর, শাহপুর এবং নওয়ানশহর জেলায় করোনার নতুন স্ট্রেইনের সন্ধান মিলেছে। তাই সংক্রমণ রুখতে পাঞ্জাবের আটটি জেলায় কার্ফু জারি করা হয়েছে। এদিকে, করোনার সংক্রমণ রুখতে টিকাকরণের উপরই জোর দিচ্ছে কেন্দ্র। পাশাপাশি, কুম্ভমেলায় গিয়ে কেউ যাতে করোনা আক্রান্ত না হন, তার জন্য মেলার ব্যবস্থাপনা দেখতে হরিদ্বারে বিশেষ টিম পাঠাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।