বিনোদন বিভাগে ফিরে যান

চাটুকারিতার পুরস্কার? কঙ্গনা পেলেন সেরা অভিনেত্রীর জাতীয় সম্মান

March 22, 2021 | < 1 min read

আজ ২২ শে মার্চ কিছুক্ষন আগেই ঘোষণা করা হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯- এর বিজয়ীদের নাম। গতবছর মহামারীর কারণে এই অনুষ্ঠানকে বন্ধ রাখতে হয়। কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজয়ীদের হাতে তুলে দেবেন পুরস্কার।

এই ৬৭ তম জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন একঝাঁক অভিনেতা-অভিনেত্রী ও সিনেমা। ‘মণিকর্নিকা’ ও ‘পঙ্গা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। সেরা সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছে সুশান্ত সিং রাজপুতের ছবি ‘ছিছোরে’। সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মনোজ বাজপেয়ী এবং দক্ষিণী অভিনেতা ধনুস। সেরা গায়ক হিসেবে জাতীয় পুরস্কার পেলেন বি প্রাক। তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাও। সেরা বাংলা ছবির জন্য পুরস্কৃত হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’। সেরা চিত্র সমালোচক সোহিনী চট্টোপাধ্যায়।

এতো কিছুর পরেও কিন্তু বিতর্ক পিছু ছাড়লো না জাতীয় পুরস্কার বিতরণী কমিটির। কঙ্গনার সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া হজম হয়নি অনেকেরই। সকলেরই জানা কঙ্গনা (Kangana Ranaut) দেশের শাসক দলের অত্যন্ত ঘনিষ্ট। বিভিন্ন সময় শাসক দলের হয়ে প্রকাশ্যে গলা ফাটাতে দেখা গেছে তাঁকে। শিল্পী মহলের অনেকেরই মত কেন্দ্রীয় সরকারের চাটুকারিতাই কঙ্গনার পুরস্কার পাওয়ার পথ আরো মসৃন করে দিয়েছে। এছাড়াও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কাজে লাগিয়ে রাজনৈতিক লাভ চরিতার্থ করেছিল বিজেপি। ছিছোরের সেরা সিনেমার তকমা পাওয়ার পিছনেও রাজনৈতিক লাভ থাকার সম্ভবনা উড়িয়ে দিতে রাজি নয় অনেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kangana Ranaut, #National Film Awards

আরো দেখুন