তথ্য যাচাই বিভাগে ফিরে যান

হিন্দু বিরোধী মন্তব্য মুখ্যমন্ত্রীর মুখে? জানুন আসল ঘটনা

March 30, 2021 | < 1 min read

দাবি

সম্প্রতি জনপ্রিয় বাংলা সংবাদপত্র বর্তমানের একটি পাতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। তার সাথে হেডলাইনে বড় বড় করে লেখা, “৪২ টি আসন দিন, হিন্দু কিভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব।” ছবিটির শেয়ার করার সাথে এই দাবি করা হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী হিন্দুদের বিরুদ্ধে এইরকম মন্তব্য করেছেন।

সত্যতা

আসলে এটি ২০১৯- এর লোকসভা ভোটের আগের পেপারের কাট আউট। তদন্ত করে দেখা যায়, ওই একই দিনের বর্তমান পত্রিকার হেডলাইন ছিল, “৪২ টি আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব।” এই লেখাটিকেই ফটোশপ করে বদলে দেওয়া হয়েছে। এবং উদ্দেশ্য প্রনোদিতভাবে মুখ্যমন্ত্রীকে হিন্দুবিরোধী বলে প্রচার চালানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় বর্তমানের পাতা বলে শেয়ার হওয়া ছবিটি সম্পূর্ণ ভুঁয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee

আরো দেখুন