দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তপ্ত নন্দীগ্রাম, সোনাচূড়ায় বোমাবাজি, ভোটদানে বাধার অভিযোগ

April 1, 2021 | < 1 min read

ভোট শুরু হতেই বৃহস্পতিবার সকাল থেকেই নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও বোমাবাজি, কোথাও আবার বুথের পাশে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভেকুটিয়ায় আবার এক বিজেপি কর্মীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। পরিবারের অভিযোগ, চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। বিজেপি-র অভিযোগ, তাঁদের কর্মীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তৃণমূলের লোকেরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অন্য দিকে, সোনাচূড়ার কালীচরণপুরে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি-র বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে তৃণমূল। তবে এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলেই পাল্টা দাবি করেছেন স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব।

অন্য দিকে, নন্দীগ্রামের (Nandigram) বয়ালে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, ১৩, ১৪, ১৮, ১৯, ২০ বুথে ভোটারদের ভোট দানে বাধা দিচ্ছেন বিজেপি-র কর্মীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nandigram, #West Bengal Assembly Elections 2021

আরো দেখুন