রাজ্য বিভাগে ফিরে যান

দেশের জওয়ানরা যখন প্রাণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তখন নির্বাচনী প্রচার আর কুৎসা করছেন, তৃণমূল

April 4, 2021 | < 1 min read

সাংবাদিক বৈঠকে ছত্রিশগড়ের মাওবাদী হামলায় নিহত জওয়ানদের প্রতি শোক প্রকাশ করল তৃণমূল (Trinamool)। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন এবং সাংসদ নাদিম উল হক।

সুব্রত মুখোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘জওয়ানরা যখন দেশের জন্যে প্রাণ দিচ্ছেন, তখন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের প্রচার করছেন এবং বিরোধীদের নামে কুৎসা করছেন।’

প্রধানমন্ত্রীর মন্ত্রীর প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী প্রকাশ্য জনসভায় মহিলা মুখ্যমন্ত্রীকে টিটকিরি করছেন। এর জন্যে আইনে স্বাস্তি আছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি না। দেশের মানুষ এসে এর প্রতিবাদ করুন।’

ঘোষণা করার পরেও নারায়ণী সেনা গঠন না করায় বিজেপিকে কটাক্ষ করেন সুব্রত মুখোপাধ্যায়। বলেন এটিও একটি জুমলা। আরটিআই করে সেরকমটাই জানা গেছে। তৃণমূল সরকার কোচবিহারে নারায়ণী ব্যাটেলিয়ন তৈরি করেছে বলেও সাংবাদিকদের জানান তিনি। এছাড়া ৭০ লক্ষ টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি রাজবংশী আকাদেমীর কথাও উল্লেখ করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প মোদী- শাহ কপি করছে বলেও এদিন সাংবাদিক বৈঠকে অভিযোগ করে তৃণমূল।

বিজেপিকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, ‘বাংলায় বিজেপি ৩ রকম আদি, পুরোনো আর তৎকাল।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #West Bengal Assembly Election 2021, #Trinamool Congress

আরো দেখুন