কলকাতা বিভাগে ফিরে যান

নিরপেক্ষ নির্বাচনকে কলুষিত করছে বিজেপিঃ তৃণমূল

April 12, 2021 | < 1 min read

‘বুথ থেকে ৩৫০ মিটার দূরত্বে থাকা সত্ত্বেও অকারণে শীতলকুচিতে অষ্টম শ্রেণীর ছাত্রটিকে কেন বেধরক মারল কেন্দ্রীয় বাহিনী?’ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তুললেন রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ তুলে মন্ত্রী বলেন, ‘অমিত শাহ বলেছেন মুখ্যমন্ত্রী শুধু চার জনের নাম নিচ্ছে। আর একজন নিহতের কথা বলছেন না তিনি। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে বেদীতে শহীদদের উদ্দেশ্যে পুস্পার্ঘ্য নিবেদন করেছিলেন, তাতে পাঁচজনেরই নাম লেখা ছিল।’

দিলীপ ঘোষের শীতলকুচি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘এইরকম উস্কানিমূলক বক্তব্য নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করছে। সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে। বিজেপি চায় না মানুষ নির্ভয়ে ভোট দিক। অমিত শাহই যে কেন্দ্রীয় বাহিনীকে এই রকম পদক্ষেপ নিতে প্ররোচিত করেছেন দিলীপ ঘোষের বক্তব্যে তা স্পষ্ট।’ দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল একথাও এদিন সাংবাদিক বৈঠকে জানান মন্ত্রী। কমিশনে তৃণমূল দাবি করেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে যাতে স্বাস্তিমূলক আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং বাকি পর্বের নির্বাচনী প্রচার থেকে তাঁকে বিরত রাখা হয়।

নির্বাচন কমিশনের কাছে বিজেপির একটি প্রতিনিধি দল বাংলা সংক্রান্ত সমস্যা নিয়ে যাচ্ছে। পূর্ণেন্দু বাবু কটাক্ষ করে বলেন, ‘বাংলার সমস্যা নিয়ে আলোচনা করতে বিজেপির যে প্রতিনিধি দল যাচ্ছে তাতে বাংলার কেউই নেই। দেশের বাকি সব জায়গা থেকে লোক আছেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc

আরো দেখুন