রাজ্য বিভাগে ফিরে যান

‘আনন্দকে খুন করেছে বিজেপি’ লাশ-রাজনীতিতে সরব মমতা

April 12, 2021 | 2 min read

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর পালটা অমিত শাহ প্রশ্ন তুলেছেন, ‘শীতলকুচিতে নিহত রাজবংশী যুবক আনন্দ বর্মনকে নিহতদের তালিকা রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ আনন্দর পরিবারেও সন্তান হারানোর শোক রয়েছে। আপনি মৃত্যুতেও মেরুকরণ করছেন দিদি।’ যদিও রবিবার রাতে নিহতদের প্রতি মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা জানানোর ছবি নেটমাধ্যমে প্রকাশ করে পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মিথ্যাবাদী বলে দাবি করে তৃণমূল। সেখানে নাম ছিল আনন্দ বর্মনেরও। আর সোমবার দমদমের সভা থেকে আনন্দ বর্মনের মৃত্যুর জন্য সরাসরি বিজেপিকেই (BJP) দায়ী করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ভোটের দিন যে রাজবংশী ছেলেটা মারা গেছে। তাঁকে নিজেই মেরেছে বিজেপি।’

প্রসঙ্গত, শীতলকুচির (Sitalkuchi) ঘটনায় মমতার বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তুলেছেন অমিত শাহ। রবিবার থেকে টানা সোমবার, দুদিনই অমিত দাবি করেছেন, ‘শীতলকুচিতে চারজনের মৃত্যুতে মমতাজি এত শোকপ্রকাশ করছেন, কিন্তু ওই দিন যে আনন্দ বর্মন নামে এক রাজবংশী ছেলেও প্রাণ হারিয়েছেন, সে কথা তো উনি ভুলেই গিয়েছেন। এক বিন্দু অশ্রুপাত করেননি তাঁর জন্য।’ এরপরই আসরে নামে তৃণমূল। মমতার সভামঞ্চে ‘শহিদ’ তালিকায় আনন্দ বর্মনের নাম থাকার ছবি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘একাধারে ঠগ, প্রতারক, মিথ্যাবাদী’ বলে আক্রমণ শানায় শাসক দল।

মমতাও এদিন নানা সভা থেকে সেই প্রসঙ্গ তুলে বলেন, ‘আমাকে রাজবংশী নিয়ে কথা বলছে। জ্ঞান দিচ্ছে। নিজেদের দলের কর্মীদেরই নিজেরা মেরে ফেলে রাজনীতি করে। লজ্জা করে না! রাজবংশী মানুষজন আমার পরিবার। তাঁরা জানে আমি তাঁদের জন্য কী করেছি।’

আবার এদিন রাজ্যে এসে মতুয়া-আদিবাসী মানুষদের বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গেও পালটা তৃণমূল নেত্রী চ্যালেঞ্জ করে বলেন, ‘মতুয়া নিয়ে চ্যালেঞ্জ করছি বিজেপিকে। দল, সভাপতি, গোঁসাইদের কাছে জানতে চাইছি, আমি যদি কিছু না করে থাকি আপনাদের জন্য, তাহলে আমি ইস্তফা দিয়ে চলে যাব। আর যদি মোদীবাবু মিথ্যা বলেন, তাহলে ওনাকে ওঠবোস করতে হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Sitalkuchi, #Mamata Banerjee

আরো দেখুন