কলকাতা বিভাগে ফিরে যান

প্রচারের পর কোভিড পজিটিভ নাড্ডার সঙ্গে থাকা কেন্দ্রীয় মন্ত্রী, আইসোলেশনে যাবেন কি বিজেপি সভাপতি, উঠছে প্রশ্ন

April 12, 2021 | < 1 min read

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান (Sanjeev Balyan)। এবার তিনিও করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে টুইট করে জানিয়েছেন। সোমবার তিনি টুইট করে জানান, ‘‌বাংলায় নির্বাচনী প্রচারে গিয়েছিলাম। তারপর আমার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তারপর পরীক্ষা করে দেখা যায় আমার কোভিড পজিটিভ।’‌

তিনি নিজের কোভিড পজিটিভ (COVID 19) রিপোর্টও টুইট করেছেন। এই রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি আইসোলেশনে রয়েছেন। তিনি নিজেও চিকিৎসক। তাই তিনি আবেদন করেছেন, এই কয়েকদিনে তাঁর সঙ্গে যাঁরা যোগাযোগ করেছেন তাঁরা পরীক্ষা করিয়ে নেবেন। এই ঘটনা নিয়ে চিন্তায় পড়েছে গেরুয়া শিবির। কারণ কেন্দ্রীয় মন্ত্রী যদি করোনায় আক্রান্ত হন তাহলে পরিস্থিতি বেশ চাপের বলে তাঁরা মনে করছেন।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, তিনি বাংলায় বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন। তিনি রোড–শো করেছিলেন নদিয়া জেলায়। এমনকী করোনা আক্রান্ত হওয়ার আগেরদিন পর্যন্ত সভা–সমাবেশ করেছেন। গত ১০ এপ্রিল জেপি নাড্ডার রোড–শোতে তিনি অংশ নিয়েছিলেন। নদিয়ার প্রার্থী বঙ্কিমচন্দ্র ঘোষের সমর্থনে তিনি রোড– শো করেছিলেন।

স্বভাবতই প্রশ্ন উঠছে, এবার কি করবেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। সরকারি নীতি মেনে প্রচারের পর কোভিড পজিটিভ নাড্ডার সঙ্গে থাকা কেন্দ্রীয় মন্ত্রী, আইসোলেশনে যাবেন কি বিজেপি সভাপতি, উঠছে প্রশ্ন

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #bjp, #Sanjeev Balyan

আরো দেখুন