রাজ্য বিভাগে ফিরে যান

নদিয়ায় ভোটপ্রচারে ঝড় তুললেন দেব, নুসরত

April 18, 2021 | 2 min read

শনিবার নদীয়া জেলার আটটি বিধানসভায় ভোটগ্রহণের সঙ্গে বাকি এলাকাগুলিতে জোরকদমে প্রচার চলে। এদিন কৃষ্ণনগর উত্তর (Krishnanagar) বিধানসভার তৃণমূল(TMC) প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) সমর্থনে নির্বাচনী জনসভা করতে আসেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব(Dev)। তিনি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, আপনারাই আমাদের শক্তি। আপনাদের সকলকে সুস্থ ও সঠিকভাবে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। গত দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একাধিক জনমুখী প্রকল্পের মাধ্যমে আপনাদের কাজ করে আসছে। আক্ষেপের সুরে দেবে বলেন, এখন রাজনীতি ধর্ম বা কে হিন্দু কে মুসলিম তা নিয়ে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, ধর্ম বা জাতপাতকে সমর্থন করবেন না। কাজের নিরিখে ভোট দিন। দেব ছাড়াও দলের মুখপাত্র কুণাল ঘোষ ও যুব নেত্রী জয়া দত্তও সভায় ছিলেন।


এদিন নবদ্বীপের তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে নির্বাচনী সভা করেন দেব। মহেশগঞ্জের তেজপাতার মাঠে দেব বলেন, কেউ রাজনীতি করছেন মন্দির বানানোর জন্য, কেউ মসজিদ বানানোর জন্য। কিন্তু এই নির্বাচন বাংলার মানুষকে ভালো রাখার জন্য। আপনারা ধর্মের হাতটা শক্ত করলে মনুষ্যত্ব হেরে যাবে। মানুষ বেঁচে থাকলে ধর্ম বেঁচে থাকবে। যদি ধর্মের হাত শক্ত করেন তাহলে একদিকে থাকবে মসজিদ আর একদিকে থাকবে মন্দির। কোনও স্কুল-কলেজ বা হাসপাতাল হবে না। রাস্তাঘাট হবে না, বাড়িতে বিদ্যুৎ-জল যাবে না, আপনার অধিকার হারিয়ে ফেলবেন। এদিনের দেবের সভায় ভিড় উপচে পড়ে। বিকেল ৫টায় স্থানীয় ভাগীরথী বিদ্যাপীঠের মাঠে দেবের হেলিকপ্টার আসে। দেবকে দেখার জন্য রাস্তার দু’ধারে এবং মোড়ে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সভায় মহিলা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভায় ছিলেন প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমানকৃষ্ণ সাহা সহ স্থানীয় নেতৃত্ব। এদিন নবদ্বীপ পুরসভার ৮নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী-সমর্থকরা প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে এক বর্ণাঢ্য মিছিল করা হয়। 


তৃণমূলের পার্টি অফিস বের হয়ে মিছিল রানিরচড়া, বৈষ্ণবপাড়া হয়ে বড়ালঘাটে শেষ হয়। বিজেপি প্রার্থী সিদ্ধার্থশঙ্কর নস্করের সমর্থনে সরকারপাড়া নিশান ক্লাবের মাঠে জনসভা করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। ভিড় না হওয়ায় তাঁকে খানিকটা বিরক্তি প্রকাশ করতে দেখা যায়।


এদিন কালীগঞ্জ ব্লকের তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন আহমেদের সমর্থনে কামারি হাইস্কুল মাঠে প্রচারে আসেন সাংসদ নুসরত জাহান। প্রথমে দেবগ্রাম ফুটবল মাঠে হেলিকপ্টারে নেমে দেবগ্রাম বাজারের ভিতর দিয়ে রোড-শো করে কামারিয়া হাইস্কুলে পৌঁছন তিনি। তিনি বিজেপি ও জোটকে তুলোধোনা করেন। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মল্লিকা চট্টোপাধ্যায়, জেলা পরিষদ সদস্য খুকুমণি ঘোষ ও আলিফ আহমেদ। চাপড়ার তৃণমূল প্রার্থী রূকবানুর রহমানের সঙ্গেও রোড-শো করেন নুসরত। এদিনই বিজেপি প্রার্থীদের সমর্থনে করিমপুরে প্রচারে আসেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dev, #Nusrat, #tmc, #Nadia

আরো দেখুন