বিবিধ বিভাগে ফিরে যান

করোনা কেড়ে নিল আরেক কিংবদন্তীর প্রাণ, প্রয়াত অনীশ দেব

April 28, 2021 | < 1 min read

প্রয়াত সাহিত্যিক অনীশ দেব (Anish Deb)। কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার তাঁকে রক্ত দেওয়া হয়। তিনি ভেন্টিলেশনে ছিলেন। বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অনীশ দেবের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত্য মহল। তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল একটা অধ্যায়। পাঠক হারাল তাঁদের প্রিয় লেখককে।

সাহিত্যিক অনীশ দেবের জন্ম ১৯৫১ সালে কলকাতায়। লেখালিখি শুরু করেন ১৯৬৮ সালে। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থ– ঘাসের শীষ নেই, সাপের চোখ, তীরবিদ্ধ, জীবন যখন ফুরিয়ে যায় ইত্যাদি। সম্পাদনা করেছেন সেরা কল্পবিজ্ঞান, সেরা কিশোর কল্পবিজ্ঞান ইত্যাদি গ্রন্থ। তাঁর জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থ–- বিজ্ঞানের হরেকরকম, হাতে কলমে কম্পিউটার, বিজ্ঞানের দশদিগন্ত ইত্যাদি।

২০১৯ সালে কিশোর সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হন অনীশ দেব। এর আগে প্রাচীন কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার (১৯৯৮) ও ডঃ জ্ঞানচন্দ্র ঘোষ পুরস্কারে (১৯৯৯) সম্মানিত হয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #RIP, #Anish Deb

আরো দেখুন