দেশ বিভাগে ফিরে যান

করোনায় প্রাণ হারালেন ‘শুটার দাদি’ চন্দ্রো তোমর

May 1, 2021 | < 1 min read

করোনার (Corona Pandemic) দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন অনেকেই। এবার কোভিডে প্রাণ হারালেন ‘শুটার দাদি’ বা ‘রিভলবার দাদি’ নামে খ্যাত বিখ্যাত বন্দুকবাজ চন্দ্রো তোমর। তাঁর মৃত্যুতে গোটা দেশেই নেমে এসেছে শোকের ছায়া। নেটদুনিয়ায় অনেকেই শোকবার্তাও জানিয়েছেন।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেরঠের বাগপতের বিনাউলির বাসিন্দা চন্দ্রো তোমর। গত সোমবার থেকে শ্বাসকষ্ট হওয়ায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। তারপরই রিপোর্ট পজিটিভ এলে চিকিৎসাও শুরু হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি খারাপ হওয়ায় বৃহস্পতিবার রাতেই ‘শুটার দাদি’কে ভরতি করতে হয়েছিল মেরঠ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অনেকেই এই খবর জানতে পেরে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। শেষপর্যন্ত হাসপাতালেই চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই শোকপ্রকাশ করেছেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমার, রনদীপ হুডা, অভিনেত্রী ভূমি পেডনেকর-সহ আরও অনেকেই শুটার দাদির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। প্রসঙ্গত, ‘শুটার দাদি’ বিশ্বের সবচেয়ে বয়স্ক বন্দুকবাজ হিসেবেই খ্যাত ছিলেন। জাতীয় স্তরে বহু পুরস্কারও জিতেছেন তিনি এবং তাঁর বোন প্রকাশী তোমর। তাঁর জীবনসংগ্রামের কাহিনী জায়গা পেয়েছিল সিনেমাতেও। তারপর থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন ‘শুটার দাদি’ বা ‘রিভলবার দাদি’ নামে খ্যাত বিখ্যাত বন্দুকবাজ চন্দ্রো তোমর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona pandemic, #Uttar Pradesh

আরো দেখুন