তথ্য যাচাই বিভাগে ফিরে যান

পুরনো ছবিকে ভোট পরবর্তী সন্ত্রাসের ছবি বলে চালানো হচ্ছে

May 5, 2021 | 2 min read

দাবি

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলো পোস্ট করে দাবি করা হচ্ছে যে ছবিগুলো বাংলায় নির্বাচন পরবর্তী সন্ত্রাসের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এর মধ্যে দুটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে সন্ত্রাসের আগুন জ্বলছে।

সত্যতা

ভাইরাল হওয়া বেশিরভাগ ছবিই কিন্তু এই মুহূর্তের বাংলার পরিস্থিতি দর্শায় না। কারণ ছবিগুলি পুরনো।

ভাইরাল হওয়া দুটি ছবির মধ্যে প্রথমটি ২০১৮ য় আসানসোলের ছবি। যখন রামনবমীর মিছিলে পাথর ছোড়া নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে আসানসোল এবং পরিস্থিতি বেসামাল হয়ে যায়। এই ঘটনার খবর প্রায় সব সংবাদ মাধ্যমেই সম্প্রচারিত হয়েছে।

দ্বিতীয় ছবিটি ২০১৯ সালের মে মাসের। অমিত শাহ কলকাতায় রোড শো করতে এলে বিদ্যাসাগর কলেজের ছাত্রদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। ছবিটি সেই সময়ের অশান্তির ছবি।

সুতরাং ছবিগুলি সত্যি হলেও, তৃণমূলের সন্ত্রাসের ছবি এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #fake News, #Fact Check

আরো দেখুন