কলকাতা বিভাগে ফিরে যান

ভুয়ো খবর রুখতে হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ

May 7, 2021 | < 1 min read

ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত ভুয়ো খবর ঠেকাতে বৃহস্পতিবার হেল্পলাইন (Help Line) চালু করল কলকাতা পুলিস (Kolkata Police)। রাজ্যে এই ধরনের উদ্যোগ এই প্রথম। কলকাতা পুলিসের পক্ষ থেকে আবেদন করে বলা হয়েছে, ফেক নিউজ সংক্রান্ত কোনও খবর থাকলে (০৩৩ ২২১৪-৩০০০) নম্বরে জানাতে পারেন শহরবাসী। পাশাপাশি, লালবাজার সাইবার থানায়  ইমেল করেও আভিযোগ জানানো যাবে। উল্লেখ্য, ভোট মিটতে না মিটতেই রাজ্যজুড়ে সোশ্যাল মিডিয়ায় হিংসা সংক্রান্ত ফেক ভিডিও ছড়িয়ে পড়ছে। ফলে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা জনিত সমস্যা দেখা দিচ্ছে। তারপরই এই হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নেয় লালবাজার।

অন্যদিকে, কোভিড আক্রান্ত এবং কোয়ারেন্টিনে থাকা পুলিসকর্মী ও তাঁদের পরিবারকে সাহায্য করতে এগিয়ে এল লালবাজার। এই সমস্ত পরিবার কলকাতা পুলিস হাসপাতালের ডাক্তারদের সঙ্গে ভিডিও কলে (৯৪৩২৬ ১০৪৬০) পরামর্শ করতে এবং উপদেশ নিতে পারবে। বৃহস্পতিবার থেকে এই ব্যবস্থা চালু হয়েছে বলে জানা গিয়েছে। বিকেল তিনটে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁরা কল করে ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারবেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#fake News, #Kolkata Police

আরো দেখুন