দেশ বিভাগে ফিরে যান

সাবধান! ৬ ফুটের বেশি দুরত্বেও ছড়াতে পারে করোনা ভাইরাস

May 11, 2021 | 2 min read

এত দিন প্রচলিত ধারণা ছিল যে, ৬ ফুটের বেশি দূরত্বে সংক্রমণ ছড়াতে পারে না করোনাভাইরাস । এবার সেই ধারণাকে নস্যাৎ করে মার্কিন সংস্থা জানিয়েছে, কাছাকাছি সংক্রমিত ব্যক্তি থাকলে ৬ ফুটের বেশি দূরত্বে থেকেও করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হতে পারেন সুস্থ ব্যক্তি।

করোনা কী বাতাসে ছড়ায়? ব্যাপারটা মিথ, জানিয়েছিল WHO। কিন্তু ল্যানসেটের গবেষকরা এবার প্রমাণ করে দিলেন যে হাওয়ায় ছড়ায় করোনা ভাইরাস । আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটের বুলেটিনে প্রকাশ করা হয়েছে ওই তথ্য। গবেষকদের দাবি, কোভিড সৃষ্টিকারী ভাইরাস Sars-CoV-2প্রধানত বায়ুতেই ছড়াচ্ছে। তাঁরা জানিয়েছেন, ড্রপলেটের মাধ্যমে করোনা (Coronavirus) ছড়ানোর প্রবণতা এখন প্রথম সারির দেশ গুলোয় নেই বললেই চলে। জানানো হয়েছে, ল্যানসেটের কাছে এর প্রমাণ রয়েছে। আর সেই কারণেই তাঁরা সচেতন করেছে বিশ্বকে। এখন কীভাবে নিজেকে করোনার হাত থেকে রক্ষা করা যায় তা বোঝা মুশকিল হয়ে পড়েছে।


কোনও সংক্রামিত ব্যক্তির কাছ থেকে করোনা কীভাবে ছড়িয়ে পড়ে?

গবেষকরা বলেছেন,সংক্রামিত ব্যক্তির মুখ থেকে ছিটকে আসা লালাবিন্দু বা ‘ড্রপলেটস’ বাতাসে কিছুক্ষণ ভেসে থাকতে পারে। শ্বাস–প্রশ্বাসের মাধ্যমে সেই বাতাস সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে তাঁকে আক্রান্ত করে। সেই কারণেই কারও সঙ্গে কথা বলার সময়ে অন্তত ৬ ফুট দূরত্ব বজায় রাখা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। CDC-র দাবি, বদ্ধ ঘরে কোনও সংক্রমিত ব্যক্তি যদি অন্ততপক্ষে ১৫ মিনিট কিংবা তার বেশি সময় ধরে থাকেন, তবে সে ক্ষেত্রে তাঁর মুখ থেকে ছিটকে আসা লালাবিন্দু বা ‘এরোসল’ থেকে ৬ ফুটের বেশি দূরত্বে দাঁড়ানো ব্যক্তিও আক্রান্ত হতে পারেন। শুধু তাই নয়, সংক্রমিত ব্যক্তি চলে যাওয়ার পর যদি অন্য কেউ ওই ঘরে ঢোকেন, তাঁরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

জনবহুল জায়গায় কীভাবে ছড়ায়?

সিডিসির প্রকাশিত প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে জনবহুল এলাকায় করোনা ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়ে। সে ইনডোর হোক বা আউটডোর স্পেস। সংক্রামিত ব্যক্তি মুখ থেকে ছিটকে আসা লালাবিন্দু বা ‘এরোসল’ থেকে ৬ ফুটের বেশি দূরে দাঁড়ানো ব্যক্তিও আক্রান্ত হতে পারেন। এখানেই শেষ নয়। সংক্রমিত ব্যক্তি চলে যাওয়ার পর যদি অন্য কেউ ওই ঘরে ঢোকেন, তাঁরও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এসব থেকে বাঁচাতে পারে মাস্ক। তাই বিজ্ঞানীর বারবার এই মাস্ক পরার ওপর জোর দিচ্ছেন।

কাছের মানুষদের থেকে দূরত্বও প্রয়োজনীয়

বিশেষজ্ঞরা বলছেন নিজেকে করোনার হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে আপনার ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। সবসময় মাস্কও ব্যবহার করতে হবে। সংক্রামিত ব্যক্তির কাছ থেকে আপনি যতটা দূরে রাখুন না কেন সচেতন হন। কারণ এখন এই ভাইরাসটি কয়েক ঘন্টা বাতাসে থাকতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #COVIDSecond Wave, #Corona Virus

আরো দেখুন