দুর্যোগে পরিষেবা ঠিক রাখতে উদ্যোগী বিদ্যুৎ দপ্তর

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে বিদ্যুৎ পরিষেবা যাতে বিচ্ছিন্ন না হয়, সেটা দেখার জন্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সুরেশ কুমার ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শান্তনু বসু সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে মন্ত্রী জানান, রাজ্যের বেশিরভাগ জায়গায় রাস্তার উপর দিয়ে বিদ্যুতের তার গিয়েছে। ঝড়ের মাত্রা বেশি হলে বা কোনও কারণে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হলে, তা দ্রুত ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের। একইসঙ্গে, মন্ত্রী বলেন, বিদ্যুৎ জরুরি পরিষেবার অন্তর্গত। তাই কর্মীদের সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। তাঁদের কাজের সময়সূচি পরিবর্তন করা হবে।