দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিজেপি সাংসদ অর্জুন সিংকে নোটিশ পাঠাল সিআইডি

May 20, 2021 | < 1 min read

ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংকে তলব করল সিআইডি (CID)। বৃহস্পতিবার সন্ধেয় রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা সাংসদের বাড়ি যান। অর্জুন সিং বাড়িতে না থাকায় তার বাড়িতে সিআইডি নোটিশ দিয়ে যায়। ঘটনায় ব্যাপক শোরগোল রাজ্যা রাজনীতিতে। জগদ্দল মেঘনা মোড়ের মজদুর ভবনে অর্জুন সিংয়ের বাড়িতে সিআইডি-র দেওয়া নোটিশ অনুযায়ী দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ব্যারাকপুরের BJP সাংসদকে ডাকা হয়েছে।

সিআইডি-র তরফে দেওয়া নোটিসে বলা, ২০২০ সালে দায়ের হওয়া ওই মামলায় অর্জুনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এমনকি এও বলা হয়েছে, তদন্তে প্রমাণিত, অর্জুনের কাছে ওই মামলা সম্পর্কিত অনেক তথ্য রয়েছে। নোটিসে এও বলা হয়েছে, তদন্তের স্বার্থেই অর্জুনের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।তার প্রেক্ষিতেই ওই বিজেপি সাংসদকে আগামী ২৫ মে ভবানীভবনে তলব করা হয়েছে। ওই মামলায় সম্পত্তির অপব্যবহার, বিশ্বাসভঙ্গ, প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। মামলা করা হয়েছে দুর্নীতি দমন আইনেও।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Arjun singh

আরো দেখুন