রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ নেমে সাত হাজারের ঘরে

June 5, 2021 | < 1 min read

এবার ইউটিউব চ্যানেলে আত্মপ্রকাশ করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। দপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশন শাখা এই উদ্যোগ নিয়েছে। করোনা পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র সচেতনতার বার্তা পৌঁছানো এবং বিভিন্ন সরকারি কর্মসূচি সম্পর্কে মানুষকে অবগত করতেই এই উদ্যোগ। এদিকে, রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ  নামতে শুরু করেছে। শুক্রবার দৈনিক সংক্রমণ সাত হাজারের ঘরে নেমেছে (৭৯১৩)। কলকাতায় সংক্রমণ কমে হয়েছে ৮৯৯। রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা ছিল ১১৩।  শহরে ২৩।

পাশাপাশি, মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সকলের জন্য বিনামূল্যে টিকার দাবি তুলেছে রাজ্যের চিকিৎসকদের যৌথ মঞ্চ। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে অবিলম্বে কোভিড খাতে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা ঩দেশবাসীর জন্য টিকা কিনতে ব্যয় করার আর্জি জানিয়েছে। এছাড়া এদিন কলকাতা মেডিক্যাল কলেজের গেটের সামনে বাবা রামদেবের কুশপুতুল দাহ করা হয়। অ্যালোপ্যাথি নিয়ে তাঁর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে মেডিক্যাল সার্ভিস সেন্টার। অন্যদিকে, তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় প্রস্তুতি ঝালিয়ে নেওয়া ও তা নিয়ে নানা বিজ্ঞানসম্মত আলোচনা করে বজবজস্থিত একটি মেডিক্যাল কলেজ। এদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসের ৩৭০ জন শিক্ষক, কর্মী এবং অন্যদের টিকাকরণ হয়। আজ ও আগামী কাল সাউন্ট পয়েন্ট স্কুল দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী এবং কর্মীদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #COVID Second Wave, #Bengal

আরো দেখুন