বিনোদন বিভাগে ফিরে যান

স্ত্রী শ্রাবন্তীকে ‘ফিরে পেতে’ আদালতের দ্বারস্থ ‘স্বামী’

June 8, 2021 | < 1 min read

অভিনেত্রী শ্রাবন্তী সিং (চট্টোপাধ্যায়)-কে ‘কাছে পেতে এবং তাঁর সঙ্গে সুখে-শান্তিতে সংসার করতে চেয়ে’ আদালতে মামলা ঠুকলেন তাঁর স্বামী রোশন সিং (Roshan Singh) ।‌ সম্প্রতি শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়ের এজলাসে ওই মামলা দায়ের করা হয়‌। বিচারক মামলাটি গ্রহণ করে তা শুনানির জন্য পাঠিয়ে দেন শিয়ালদহের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টে। রোশনের দুই আইনজীবী শ্যামল মণ্ডল ও সঞ্জনা মৈত্র সোমবার জানান, আদালতে উভয়পক্ষকে হাজির হওয়ার জন্য আমরা কোটের কাছে সমন জারির আবেদন জানাই। আগামী ১৪ জুলাই উভয়পক্ষের হাজিরার দিন ধার্য করেছে আদালত। এদিকে, এই মামলার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানার জন্য এদিন সন্ধ্যায় শ্রাবন্তীদেবীর সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁকে হোয়াটসঅ্যাপও করা হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাঁর কোনও উত্তর মেলেনি।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে স্পেশাল ম্যারেজ আইনে বিয়ে হয় শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সঙ্গে ব্যবসায়ী রোশনের। তাঁর আইনজীবীর অভিযোগ, প্রথমদিকে তাঁদের দু’জনের মধ্যে সম্পর্ক ভালোই ছিল। পরবর্তী সময় নানা কারণে সম্পর্কে চিড় ধরে। তারই পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবর মাসে তাঁর স্বামীকে ছেড়ে চলে যান শ্রাবন্তীদেবী। সেজন্যই আদালতে এই মামলা দায়ের করা হয়। প্রসঙ্গত, এবার বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন এই অভিনেত্রী। তিনি সেখানে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Srabanti Chatterjee, #Roshan Singh

আরো দেখুন